শাহিনা ইয়াসমিন, রিপোর্টার: বৃষ্টিতে ভাসবে উত্তর, প্রবল গরমে পুড়বে দক্ষিণবঙ্গ৷ আগামী কয়েকদিন রাজ্যের দুই প্রান্তে এই ধরনের আবহাওয়া দেখা যাবে৷ এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷
আগামি কয়েকদিন রাজ্যের পশ্চিমাঞ্চলের পাঁচটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানালো হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়বে। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।
অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে আগামী চার থেকে পাঁচ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকবে৷
আবহাওয়া দফতর থেকে যেটা জানানো হচ্ছে, বিহারের উপরে একটি ঘূর্নাবর্ত অবস্থান করছে৷ পাশাপাশি দক্ষিণ পশ্চিম বাতাসে ভর করে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণেই সিকিম সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে৷
এছাড়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমানেও আগামী দু’- তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ শুক্র ও শনিবার উত্তর চব্বিশ পরগণা এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া দফতর।