Date : 2024-04-26

গ্রীষ্মের গরমে বাড়ছে জলের চাহিদা, অতিরিক্ত জল অপচয়ের রাশ টানতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : পুরসভা এলাকায় যেখানে জলের অপচয় হবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিম। এদিন টক টু মেয়র অনুষ্ঠানের পর সাংবাদিক দের প্রশ্নের উত্তরে জানান তিনি। মেয়র বলেন যে মূল পাইপলাইনের ফেরুল ছোট করে দেওয়া হবে। এছাড়া ইন্সপেক্টররা এলাকায় ঘুরবেন, দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। এছাড়া তিনি জানান যে জল দেওয়া আমাদের প্রাথমিক কাজ। তেমনি জল অপচয় রোধ করা ও আমাদের অন্যতম কাজ। বহুতল এর ক্ষেত্রে কতটা জল লাগবে তার পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনীয় ভূগর্ভস্থ জল উত্তোলনের অনুমতি না থাকলে এবং আমাদের পানীয় জল পরিষেবা দেওয়ার ব্যবস্থা না থাকলে সেই বহুতলের বিল্ডিং প্ল্যান করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন ক্যাব ভাড়া বৃদ্ধি নিয়ে তিনি বলেন যে বর্তমানে এই ধরনের ক্যাব সংস্থাগুলির জন্য আইনত কোনো নিয়ন্ত্রন নেই। এই নিয়ন্ত্রণ আনার জন্য আমরা বিধান সভায় বিল আনতে চলেছি।

তিনি বলেন ক্যাবিনেটে পাস করে সেই বিল আইন করতে হবে। তারপর ক্যাবের নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া যাবে বলে হুশিয়ারি দেন তিনি। তবে প্রাথমিকভাবে ভাড়া বৃদ্ধির কোনোভাবেই পক্ষে নয় রাজ্য সরকার বলে সাফ জানান ফিরহাদ হাকিম। কলকাতা পৌর সংস্থার ট্যাব বিতর্ক নিয়েও মুখ খুললেন মেয়র।তিনি এদিন পাল্টা অভিযোগ করেন যে ভুলটা জ্যোতিবাবু করেছেন সেটা আমরা করতে পারি না। এককালীন খরচা করলে সেটা প্রকৃতপক্ষে সাশ্রয় হয়। কম্পিউটার ল্যাপটপ ট্যাব এগুলো আবশ্যক। গোটা প্রক্রিয়াটাই কলকাতা পুরসভা আমরা পেপারলেস করতে চাই। তাই এটা অপচয় না এটা হচ্ছে কাজ কে সহজ করার জন্য একবারের খরচ। এটা সময়ের উপযোগী সেটা কে অতিরিক্ত খরচ বা অপচয় বলতে নারাজ মেয়র ফিরহাদ হাকিম।