Date : 2024-04-26

দক্ষিণ কলকাতায় বিজেপির সম্পাদক পদে ইস্তফা তমসা চ্যাটার্জির, ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

সুচারু মিত্র, সাংবাদিক : বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের যেন শেষ হচ্ছে না, এবার বিজেপির দক্ষিণ কলকাতার জেলা সম্পাদক পদ ছাড়লেন তমসা চ্যাটার্জী, বেহালায় গুলি কান্ড থেকে শুরু করে রামপুরহাট কান্ড, কোন কিছু নিয়েই পথে নামছে না বিজেপির দক্ষিণ কলকাতা নেতৃত্ব। উল্টে সাধারণ সম্পাদিকা হিসেবেই তিনি একাধিকবার কর্মসূচি নিতে গেলেও দলের একটা অংশও বারবার বাধা দিয়েছে। তাই এবার বিজেপির দক্ষিণ কলকাতার জেলা সভাপতি সংঘমিত্রা চৌধুরীকে চিঠি লিখে পদ থেকে ইস্তফা দিলেন তমসা চট্টোপাধ্যায়।

এমনিতেই বিজেপির কলকাতা সংগঠনের অবস্থার সবচেয়ে বেশি খারাপ। তার ওপর শাসকদল তৃণমূল কংগ্রেসের শক্ত সংগঠন রয়েছে কলকাতার বুকে। সেই জায়গায় দাঁড়িয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার দক্ষিণ কলকাতা বিজেপি নেতৃত্ব। এবার ইস্তফা দিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে আনলেন তমশা। সাম্প্রতিকতম সময়ে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ হাসনে বিজেপির ফলাফল অত্যন্ত খারাপ, তৃতীয় স্থানে শেষ করতে হয়েছে বিজেপিকে। আর এর পিছনে দলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলেই রিপোর্টে উল্লেখ তমসা চ্যাটার্জির। সব মিলিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের অবসান কবে হবে তা নিয়ে চিন্তায় বিজেপির শীর্ষ নেতৃত্ব।