Date : 2024-04-26

ফরাসি ওপেনের ফাইনালে ফেভারিট নাদাল, চমক দেখাতে মরিয়া রুজ

রবিবার ফরাসি ওপেনের পুরুষদের ফাইনাল। মেগা লড়াইয়ে মুখোমুখি রাফায়েল নাদাল এবং ক্যাসপার রুড। সেমিফাইনাল ম্যাচে অ্যালেক্সান্ডার জেরেভকে দুই সেটের লড়াইয়ে হারিয়ে ফাইনালে উঠেছেন স্প্যানিয়ার্ড নাদাল। চোটের জন্য দ্বিতীয় সেটের পর আর খেলা চালাতে পারেননি জেরেভ। ফলে ফাইনালে উঠে নিজের 22তম গ্র্যান্ডস্লাম জয়ের সুবর্ণ সুযোগ 36 বছর বয়সি স্পেনের রাফার কাছে। জেরেভ চোট পাওয়ার পর বেশ কিছুক্ষণ সময়ই তার সঙ্গে ছিলেন নাদাল। যা দেখে স্বভাবতই খুশি নেট দুনিয়া। ক্রীড়াবিদরাও নাদালের স্পোর্টসম্যান স্পিরিটের প্রশংসা করেছেন। সুপারস্টার রাফার তুলনায় ধারে ভারে অনেকটাই পিছিয়ে থেকে শুরু কর঵েন নরওয়ের ক্যাসপার রুড। নিজের প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনালে উঠেই স্বপ্ন সত্যি করতে চান নরওয়ের 23 বছরের যুবক। নিজের দেশের প্রথম খেলোয়াড় হিসেবে ফাইনালে উঠে স্বভাবতই দেশকে গর্বিত করেছেন রুড। এদিকে নিজের 30তম গ্র্যান্ডস্লাম ফাইনালেও চ্যাম্পিয়ন স্বাদ পেতে মুখিয়ে স্পেনের রাফা। জেরেভের প্রতি রাফায়েল নাদাল যেভাবে খেয়াল দেখিয়েছেন তার চোট পাওয়ার পর, তাতে মুগধ ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকরও। তিনিও রাফার এই স্পোর্টসম্যান স্পিরিটের প্রশংসা করেছেন। এমনিতেই রোলাঁ গাঁরো নাদালের খুব প্রীয় টুর্নামেন্ট। কেরিয়ারে 13বার এই গ্র্যান্ডস্লাম জিতেছেন রাফা। চতুর্থদশ বারেও জয়ের স্বাদ নিয়ে ফরাসি ওপেন শেষ করতে পারেন কিনা রাফায়েল নাদাল, এখন সেটাই দেখার।