Date : 2022-11-29

হুল উৎসবে সামিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন

সঞ্জু সুর, সাংবাদিক : যথাযোগ্য মর্যাদার সঙ্গে আলিপুরদুয়ার জেলায় পালিত হল হুল উৎসব। এই উপলক্ষ্যে সিধো, কানহু সহ সাঁওতাল বিদ্রোহে সামিল হ‌ওয়া সব আদিবাসী বীর সৈনিকদের স্মরণ করলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা।

বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার শামুকতলার সিধো, কানহু কলেজে জেলা প্রশাসনের পক্ষ থেকে হুল উৎসব পালন করা হয়। এই উৎসবে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা সহ প্রশাসনিক আধিকারিকরা।

এখানেই এক অনুষ্ঠানে জেলার একঝাঁক তপশিলী জাতি ও উপজাতিভুক্ত ছাত্র-ছাত্রীদের বি আর অম্বেডকর পুরষ্কার প্রদান করেন তিনি। মূলতঃ বিভিন্ন বোর্ডের পরীক্ষায় সফল হ‌ওয়া ছাত্র-ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এই উপলক্ষ্যে এক পংক্তি ভোজে অংশ নিয়ে সকলের সঙ্গে বসে খিঁচুড়িও খেলেন জেলাশাসক মীনা।