সঞ্জু সুর, সাংবাদিক ঃ সরিয়ে দেওয়া হলো রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কে। সোমবার বিকাল পাঁচটার মধ্যে পরবর্তী ডিজি-র নাম জানাতে হবে। সোমবার নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে।
২০১৬ সালে বিধানসভা নির্বাচন চলাকালীন কলকাতা পুলিশের নগরপাল পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার কে। বিরোধী রাজনৈতিক দল গুলোর পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল যে তিনি শাসকদলের হয়ে পক্ষপাতিত্ব করেন। এবারও ভোট পূর্ববর্তী সময় রাজ্য পুলিশের এই ডিজিকে নিয়ে একাধিক অভিযোগ বিরোধী দলগুলোর পক্ষ থেকে করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন কলকাতায় এসেছিলেন সেই সময়েও শাসক দল তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি বিরোধী দল গুলোর প্রায় প্রত্যেকেই এই ডিজিকে নিয়ে আপত্তি জানিয়েছিলেন। জাতীয় নির্বাচন কমিশনের আজকের এই নির্দেশিকা দেখে মনে করা হচ্ছে যে তারা বিরোধী রাজনৈতিক দলগুলোর সেই অভিযোগকেই মান্যতা দিল। রাজ্যের মুখ্য সচিব কে লেখা নির্দেশিকায় কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আজ বিকেল পাঁচটার মধ্যে রাজ্য পুলিশ হেডকোয়ার্টারের সিনিয়র মোস্ট আইপিএসকে পরবর্তী ডিজি পদে নিয়োগ দিতে হবে।