Date : 2024-04-26

ক্যারিবিয়ানদের ডেরায় অক্ষর প্যাটেলের ম্যাজিক, সিরিজে এগিয়ে ভারত

মৈনাক মিত্র, সাংবাদিক; দ্বিতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 2 উইকেটে হারাল ভারত। ম্যাচের শেষ ওভারে গিয়ে জয় ছিনিয়ে নিল ভারত। সিরিজে 2-0 এগিয়ে গেল শিখর ধাওয়ানের ছেলেরা। অবশ্য লড়াইটা কঠিনই ছিল ভারতের কাছে। প্রথমে ব্যাট করে 311 রানের বিশাল রানের পাহাড়ে পৌঁছায় ক্যারিবিয়ানরা। ভারতীয় বোলারদের খারাপ বোলিং এদিনও শাই হোপ, নিকোলাস পুরানদের বড় রান পেতে সাহায্য করে। 114 রানের অনবদ্য ইনিংস খেলেন শাই হোপ। 77 বলে 74 রান করেন নিকোলাস পুরান। শেষ দিকে অলরাউন্ডার কাইল মেয়ার্স 23 বলে 39 রান করেন। শর্দুল ঠাকুর তিন উইকেট নিলেও 7 ওভারে দিলেন 54 রান। আবেশ খান, চাহালরাও সাতের ওপরে প্রতি ওভারে রান দিলেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন শুভমন গিল, শ্রেয়স আইয়ার। শুভমন 43 রানে আউট হলেও শ্রেয়স আইয়ার করেন 63 রান। ফার্স্ট ডাউনে বিরাটের অনুপস্থিতিতে তিনি যে ভারতের নির্ভরযোগ্য সৈনিক, সেটা বুঝিয়ে দিলেন শ্রেয়স।

এরপর সঞ্জু স্যামসন করেন 54 রান। তখনও জয়ের রান থেকে অনেক দুরে ভারত। শেষদিকে ভারতীয় দলের ত্রাতার ভুমিকায় অবতীর্ণ হলেন দীপক হুডা এবং অক্ষর প্যাটেল। অপরাজিত 64 রান করেন অক্ষর। বল খেলেন মাত্র 35টি। একদিনের ফরম্যাটকে কার্যত টি20-র ঢং নিয়ে এসে আলজারি জোসেফ, রোমারিও শেপার্ডদের শাসন করেন বাঁহাতি অলরাউন্ডার অক্ষর। তাঁকে যোগ্য সংগত দেন দীপক হুডা, করেন 33 রান। তবে ম্যাচের সব লাইমলাইটই কেড়ে নিলেন অক্ষর প্যাটেল। তার 64 রানের ইনিংস সাজানো ছিল 5টি ওভারবাউন্ডারি এবং 3টি বাউন্ডারিতে। শেষ তিন ওভারে শেপার্ড, জোসেফ, মেয়ার্সদের যেভাবে অক্ষর প্যাটেল শাসন করলেন তাতে টি20তে তিনি যে ভারতের নির্ভরযোগ্য অলরাউন্ডার হতে পারেন, সেটা বুঝিয়ে দিলেন। বল হাতে এক উইকেট এবং ব্যাট হাতে ম্যাচ উইনিং 64 রানের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন অক্ষর প্যাটেল। বুধবার সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ।