Date : 2024-04-26

ডুরান্ড কাপের ট্রফি পৌঁছল মণিপুরে

মৈনাক মিত্র, সাংবাদিক; ডুরান্ড কাপের ট্রফি পৌঁছাল মণিপুরের ইমফলে। এবারই প্রথম মণিপুরে আয়োজিত হবে ডুরান্ড কাপ।

পাঁচটি শহরের মধ্যে এদিন মণিপুরে পৌঁছল ডুরান্ড কাপ। 131তম ডুরান্ড কাপের ম্যাচ হবে মণিপুরের খুমন লম্পক স্টেডিয়ামে।

10টি গ্রুপ লিগের ম্যাচ পেয়েছে এবারে মণিপুর। এদিন ট্রফি ট্যুরের অনুষ্ঠানে সেনাবাহিনির শীর্ষ পদাধিকারীরা। কলকাতায় 19

জুলাই শুরু হয়েছিল ট্রফি টুর। 21 তারিখ অসমে পৌঁছায় ট্রফি। ডুরান্ড কাপ সুস্থভাবে আয়োজন করার ব্যাপারে আশাবাদী

সেরাজ্যের মুখ্যমন্ত্রী বিরেন সিং। তিনি জানান, এই টুর্নামেন্ট আয়োজন করা তাঁর রাজ্যের পক্ষে গর্বের বিষয়। 1981 সালে

বিএসএফের হয়ে ডুরান্ড কাপ জিতেছিলেন তিনি। প্রথমে ভেবেছিলাম মণিপুর এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পাবে না।

এবারের ডুরান্ড কাপে দেশের 20টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে 11টি আইএসএলের দলও খেলবে। মোট 47টি ম্যাচ হবে এই

প্রতিযোগিতায়। গুয়াহাটি এবং ইম্ফলে 10টি করে ম্যাচ আয়োজিত হবে এবারের ডুরান্ড কাপে।