Date : 2024-05-01

রবিবার টি20 বিশ্বকাপে দঃ আফ্রিকার মুখোমুখি ভারত

মৈনাক মৈত্র,সাংবাদিক:- রবিবার টি20 বিশ্বকাপের মেগা ম্যাচে দঃ আফ্রিকার মুখোমুখি ভারত। ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল 4.30টেয়। প্রথম দুই ম্যাচেই দুরন্ত জয়ের পর টগবগ করে ফুটছে রোহিত শর্মার দল। বিরাট কোহলি শেষ দুই ম্যাচেই দুরন্ত ব্যাটিং করেছেন। দল পুরো তেল খাওয়া মেশিনের মতোই দৌড়াচ্ছে। এই পরিস্থিতিতে কঠিন প্রতিপক্ষ সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। বাংলাদেশকে 104রানে হারানোর পর প্রোটিয়া ব্রিগেডও আত্মবিশ্বাসি ভারতের বিপক্ষে নামার আগে। সুপার টুয়েলভ থেকে সেমির পথ প্রশস্ত করতে এই ম্যাচে জয় চাইছে ভারত। দঃ আফ্রিকা একমাত্র দল এই গ্রুপে যারা ইতিমধ্যেই 200-র ওপর রান করেছে একটি ম্যাচে যদিও তা এসেছে জিম্বাবোয়ের বিপক্ষে। কিন্তু প্রোটিয়ার ব্যাটারদের ফর্মের মধ্যে থাকা একটা চিন্তার কারণ ভারতীয় বোলারদের। মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং থাকছেন পেস বোলিংয়ের দায়িত্ব। এছাড়াও হার্দিককে প্রয়োজনে বোলিংয়ে ব্যবহার করতে চান ভারত অধিনায়ক। অক্ষর প্যাটেলকে নিয়ে অবশ্য এখনও সিদ্ধান্ত নেননি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। স্পিন বোলিং জোরদার করতে হলে যুজবেন্দ্র চাহালকে দলে আনা হবে। অন্যথায় অক্ষর প্যাটেলই অলরাউন্ডার হিসেবে থাকবেন দলে। এই ম্যাচ বিরাট কোহলির কাছে ব্যক্তিগত মাইলস্টোনেরও ম্যাচ। কারণ এই ম্যাচে 28 রান করতে পারলেই টি20 বিশ্বকাপে মহেলা জয়঵র্ধনের করা সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেবেন বিরাট কোহলি। রিলি রুসো এই বছরে টি20 ফরম্যাটে জোড়া শতরান করেছে ফেলেছেন। ভারতের বিপক্ষে টি20 সিরিজেও বেশ ভালো পারফরমেন্স ছিল তার। তাই বোলিং বিভাগ ম্যাচের আগের বিশেষ অনুশীলনও করল প্রতিপক্ষের দুর্঵ল স্পটগুলোকে লক্ষ্য করে। এই ম্যাচে ফিরতে পারেন লুঙ্গি এনডিজি। সেক্ষেত্রে 4 পেসার নিয়েই মাঠে নামছে চলেছে প্রোটিয়ারা। কেশব মহারাজকে দলে বাইরে রাখতে পারেন প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। এখনও পর্যন্ত 5বার টি20 বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুই দল। এরমধ্যে 4বারই জিতেছে ভারত। এখন দেখার রবিবাসরিয় ম্যাচে জয় তুলতে পারেন কিনা ভারত।