Date : 2024-05-03

গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে অরাজনৈতিক প্রার্থীতে জোর দিতে চায় জেলা বিজেপি নেতৃত্ব

সুচারু মিত্র সাংবাদিক : দল যত বহরে বাড়ছে ততই বিজেপিতে বাড়ছে সংগঠন নিয়ে চাপ রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত সম্মেলন লাগাতার চলছে এরই মাঝে বুথ কমিটি গড়ার কাজ অনেকটাই এগিয়ে নিয়ে গেল বিজেপি। এবার পালা প্রস্তাবিত প্রার্থীদের নাম প্রস্তুত করা, কিন্তু সেখানেও গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে পারে বিজেপি, তাই এবার বিকল্প পন্থায় প্রার্থী বাছাইয়ের দিকে এগোতে চায় বিজেপি। অরাজনৈতিক মুখেই বেশি জোর দিতে চায় বিজেপি, সক্রিয় রাজনীতি করেন না অথচ এলাকায় সম্মানীয় ব্যক্তি বা জনপ্রিয় মুখ এমন মানুষকেই এবার নির্বাচনে প্রার্থী করতে চায় বিজেপি।

প্রায় প্রত্যেকটি সাংগঠনিক জেলা এবার বিতর্ক এড়াতে অরাজনৈতিক প্রার্থী করার প্রস্তাবই দিতে চলেছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে। কিন্তু এবার রাজ্য বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ১০০% বুথে প্রার্থী নিশ্চিত করা, সেই সঙ্গে বুথে বুথে সক্রিয় কর্মীর তালিকা এখন থেকেই প্রস্তুত করতে শুরু করেছে জেলা নেতৃত্ব