Date : 2024-04-26

সেরা বাংলা ছবি ২০২২

  1. বল্লভপুরের রূপকথা
    অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত প্রথম বাংলা ছবি বল্লভপুরের রূপকথা। বাংলা কমেডি ড্রামার তালিকায় অন্যতম ছবি হয়ে যাকবে বল্লভপুরের রূপকথা । ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য। ২৫ অক্টোবর মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রমরমিয়ে চলেছে সেই ছবি । সৌমিক হালদারের অভিজ্ঞ সিনেমাটোগ্রাফি। ছবির নির্মাণে অন্য মাত্র যোগ করেছে। অধিক বাজেটের বলিউডি ছবির তুলনায় মাত্র ৪ কোটির বাজেটে তৈরি বল্লভপুরের রূপকথা বহু ছবিকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে।
  1. অপরাজিত
    ছবির প্রথম ঝলক প্রকাশ পেতেই আলোড়ন ছড়িয়ে গিয়েছিল গোটা বাংলা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। বিদেশের চলচ্চিত্র উত্সবেও জায়গা করে নিয়েছিল বাংলা ছবি অপরাজিত। কিম্বদন্তী পরিচালক সত্যজিত্ রায়ের বাস্তব জীবনের ঘটনা রয়েছে ছবিতে। অনীক দত্তের পরিচালনায় এই ছবির সবচেয়ে বিষয় হল সত্যজিত্ রায়ের চরিত্রে জিতু কামাল । অফ স্ক্রিণের সত্যজিত্ রায়ের সঙ্গে হুবহু মিল রাখার চেষ্টা অনেকটাই সফল তা ছবির পোস্টার ও ছবির বিভিন্ন সিক্যুয়েন্স ভাইরাল হয়ে যাওয়ার পর বোঝা যায়।
  2. কর্ণসুবর্ণের গুপ্তধন
    দুর্গেশগড়ের গুপ্তধনের পর সোনা ফের ফিরে এল কর্ণসুবর্ণের গুপ্তধনে। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি মন জয় করেছে দর্শকদের।অরিন্দম শীল পরিচালিত বাংলা ছবি কর্ণসুবর্ণের গুপ্ত। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ইশা সাহা, কমলেশ্বর মুখোপাধ্যায় প্রমুখ। অভিনয়ের পাশাপাশি সুন্দরভাবে সাজানো সেট ও প্রোবস পুরোনো সময়ের গল্পকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছে, যা ঐতিহাসিক গল্পকে বড় পর্দায় জীবন্ত করে তুলেছিল । ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্বে ছিলেন বিক্রম ঘোষ।
  1. বেলাশুরু
    বেলাশেষের পর শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের পরিচালনায় সিক্যুয়েল বেলাশুরু। বেলাশেষের সাফল্যের পর যথেষ্ট আশা রেখেছিল দর্শক। ছবির মুখ্য চরিত্র সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতিলেখা সেনগুপ্ত জুটির শেষ ছবি বলা চলে। ছবি মুক্তির আগেই দুই অভিনেতার প্রয়াণ ঘটে। তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে ছবিটি প্রকাশ করেন শিবু নন্দিতা। ২০ মে মুক্তি পায় বেলাশুরু। যার বাজেট ১.৪১ কোটি টাকা । ছবির গল্পের পাশাপাশি অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের দেওয়া মিউজিক ছবিতে অন্য মাত্রা যোগ করেছিল।
  2. দ্য একেন
    ওয়েব সিরিজ থেকে বেরিয়ে প্রথমবার বড়পর্দায় পা বারিয়েছিল একেনবাবু। বড় ক্যানভাসে একেনবাবুকে চুটিয়ে উপভোগ করেছেন দর্শক। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত বাংলা গোয়েন্দা ছবি দ্য একেন। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, সমক ঘোষ, পায়েল সরকার প্রমুখ। ১৪ এপ্রিল ছবিটি মুক্তি পায়। ১৩২ মিনিটের এই ছবির প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
  3. অভিযান
    পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত জীবনীমুলক ছবি অভিযান। কিম্বদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় জীবনী ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আত্মকাহিনীটি লিখার দায়িত্বে ছিলেন পদ্মনাভ দাশগুপ্ত, ডঃ শুভেন্দু সেন। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবি। এছাড়াও সহকারী অভিনেতা হিসেবে ছিলেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, পাওলি দাম, দেবশঙ্কর হালদার প্রমুখ।
  4. তিরন্দাজ শবর
    অরিন্দম শীল পরিচালিত বাংলা ক্রাইম থ্রিলার ছবি তীরন্দাজ শবর। ২০১৮ সালে মক্তিপ্রাপ্ত ছবি আসছে আবার শবর –এর সিক্যুয়েল তীরন্দাজ শবর। যৌথভাবে ছবির গল্প লিখেছেন অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্ত। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, শুভ্রজিত দত্ত, নাইজেল আক্কারা, দেবলিনা কুমার । ছবির মিউজিক দিয়েছেন বিক্রম ঘোষ। ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই ছবি ২৭ মে মুক্তি পেয়েছিল।
  5. হাওয়া
    বাংলাদেশের হাওয়া পশ্চিমবঙ্গেও বয়েছে। হ্যাঁ, হাওয়া ছবির প্রথম আবির্ভাব যখন কলকাতার নন্দনে আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র উত্সবে হয়। সিনেপ্রেমীদের উচ্ছ্বাস দেখার মত ছিল। ছবির মুখ্য ভূমিকায় চঞ্চল চৌধুরীর অভিনয় দর্শকদের মন কেড়েছে। এছাড়াও অভিনয়ে ছিলেন শরিফুল রাজ, নাজিফা টুশি। ছবির পরিচালনা করেছেন মেজবাউর রহমন। ১৬ কোটির বাজেটে তৈরি এই ছবি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে জায়গা করে নিয়েছে।২৯ জুলাই বাংলাদেশে মুক্তি পায় ছবিটি। ছবির জনপ্রিয়তার কথা মাথায় রেখে বাংলার প্রেক্ষাগৃহে ১৬ ডিসেম্বর মুক্তি পায় এই ছবি।
  6. দোস্তজী
    প্রসুন চট্টোপাধ্যায়ের পরিচালিত বাংলা ছবি দোস্তজী। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক গ্রামের ভিন্ন ধর্মী দুই বালকের বন্ধুত্বের কাহিনী দোস্তজী । ছবি মনকাড়া গল্প প্রভাবিত করেছিল টলিউডের মেগাস্টার প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে। তাই ছবিটি নিবেদন করার দায়িত্ব নিয়েছিলেন অভিনেতা । ছেলেবেলার সরল বন্ধুত্ব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক প্রসুন চট্টোপাধ্যায়। অন্যদিকে অল্প বয়সী তিন খুদে অভিনেতা আরিফ শেখ, আসিক শেখ, জয়তী চক্রবর্তী অভিজ্ঞ শিল্পীর মত বড় পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন। ১১ নভেম্বর দেশজুড়ে মুক্তি পায় দোস্তজী।
  7. আবার বছর কুড়ি পর
    ২০ বছর পর স্কুল জীবনের বন্ধুদের ফের একত্রিত হওয়ার গল্প আবার বছর কুড়ি পর। হঠাত্ করে সব বন্ধুদের একসাথে রিইউনের সিদ্ধান্ত। তারপর বন্ধুরা মিলে নস্টালজিয়ায় ডুবসাঁতার দেওয়া আর পরিবর্তন হওয়া বর্তমান জীবনের গল্প। মাল্টিস্টারর এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, দিব্যশা দাস, পুশান দাশগুপ্ত, তনিকা বাসু প্রমুখ। ছবির পরিচালনা করেছেন শ্রীমন্ত সেনগুপ্ত।