Date : 2024-04-29

নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল,SSC-TET দূর্নীতিতে যুক্ত নেতা মন্ত্রীদের গ্রেপ্তারের দাবিতে পথে আর.এস.পি ও পি.এস. ইউ সংগঠন

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- নয়া জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি, SSC-TET দূর্নীতিতে অভিযুক্ত শাসক দলের নেতা মন্ত্রীদের গ্রেপ্তারের দাবি, শিক্ষাক্ষেত্রে সর্বস্তরে শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবি সহ একাধিক দাবিতে বুধবার আর.এস.পি-র ছাত্র যুব সংগঠন পি.এস.ইউ এবং আর.ওয়াই.এফ এর ডাকে রাজভবন অভিযান করে। প্রায় তিন হাজার ছাত্র – ছাত্রী মিছিলে অংশ গ্রহণ করে। মিছিলে প্রথম সারিতে উপস্থিত ছিলেন আর.ওয়াই.এফ- এর সাধারণ সম্পাদক কমরেড রাজীব ব্যানার্জি, পি.এস.ইউ-এর সাধারণ সম্পাদক কমরেড নওফেল মহাঃ সফিউল্লা সহ বিশিষ্টজনেরা। মিছিল রানি রাসমনি রোডে পৌঁছালে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। যার ফলে সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়৷ রাজভবন অভিযানে পুলিশ বাধা দিলে রানি রাসমনি রোডে ছাত্র যুবরা টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং সেখানে একটি সভা হয়৷

প্রথম দিকে রাজ্যপাল ডেপুটেশন নিতে অস্বীকার করেন। পরে পরিস্থিতি সামাল দিতে ৫ জনের একটি প্রতিনিধি দল রাজভবনে ডেপুটেশন জমা দেয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পি.এস.ইউ-র রাজ্য সম্পাদক কৌশিক ভৌমিক, রাজ্য সভাপতি হাবিবুর রহমান ও আর.ওয়াই.এফের রাজ্য সম্পাদক আদিত্য জোয়ারদার।রাজ্যপালের কাছে স্মারকলিপি বা ডেপুটেশন প্রদানের জন্য গত ২৮ নভেম্বরে আবেদন জানানো সত্ত্বেও রাজ্যপাল মহোদয় ছাত্র-যুবদের থেকে স্মারকলিপি গ্রহণ করতে অস্বীকার করেন।রাজ্যপালের এসব আচরণ অবশ্যই অসমীচীন ও রাজ্যের গণ আন্দোলনের ঐতিহ্য ও সংস্কৃতি বিরোধী। এই পুরো বিষয়টি আর এস পি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে নতুন রাজ্যপালের এই আচরণের তীব্র সমালোচনা করেন।