Date : 2024-05-03

সাগর মেলায় নাশকতার আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর। পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ।

সঞ্জু সুর, সাংবাদিক : গঙ্গাসাগর মেলায় নাশকতা করতে পারে কেউ কেউ। মেলা নিয়ে প্রস্তুতি বৈঠকে এমন‌ই মারাত্বক আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন তিনি। বুধবার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই এমন আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে কমিউনাল টেনশন করার জন্য প্ল্যান করবে। বন্দুক নিয়ে ঢুকতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে।” সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করার জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দিনের বৈঠকে। যেহেতু এবার কুম্ভমেলা নেই, তাই এবার প্রায় ৩০ লক্ষ পূণ্যার্থীর সমাগম হতে পারে সাগর মেলায়। সেই ভিড়ের মধ্যে মিশে যাতে কেউ নাশকতার মতো কিছু করতে না পারে তার জন্য পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “অনেকেই টেন্টে রান্না করার জন্য স্টোভ ব্যবহার করেন।

যা থেকে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এই বিষয়টা যদি পুলিশ একটু দেখে।” অরূপ বিশ্বাসের কথা শোনার পরেই মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজিকে বিষয়টি আলাদা গুরুত্ব দিয়ে দেখার কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, “মেলায় সরকার ও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন খাবারের ব্যবস্থা করে। তাই টেন্টে আলাদা করে রান্না করাটা আটকাতে হবে।” এই সময়েই মুখ্যমন্ত্রী তাঁর ওই আশঙ্কার কথা জানান। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের আলাদা আলাদা করে দায়িত্ব অর্পন করার কথাও বৈঠকে জানান তিনি। সাগর মেলায় ক’দিন ডিজি মনোজ মালব্য কে সাগরেই থাকার নির্দেশ দিয়েছেন তিনি। আরেক সিনিয়র আইপিএস রাজীব কুমার কে লট এইট এর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আইপিএস থাকছেন মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু সহ রাজ্য সরকারের একগাদা মন্ত্রীকে আলাদা আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সাগরে ও নবান্নে কন্ট্রোলরুম খোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, তিনি ও মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব নবান্ন থেকেই মনিটরিং করবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ, যে কোনো রকম ঘটনা ঘটলেই তৎক্ষণাৎ যেন তাঁকে জানানো হয়।