সঞ্জু সুর, সাংবাদিক : দিনকয়েক আগের একটি বিজ্ঞপ্তি নিয়ে সারা দেশজুড়ে প্রবল বিতর্ক শুরু হয়। বিজ্ঞপ্তিটি দিয়েছিলো “অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া।” বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো ভ্যালেন্টাইন ডে কে “কাউ হাগ ডে” হিসাবে পালন করা হোক। দেশজুড়ে প্রবল বিতর্কের পর গত দশ তারিখ ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় ‘অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড।’ এদিন বিধানসভায় ওই বিজ্ঞপ্তির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী কিছুটা কটাক্ষ করে বলেন, গরু যদি গুঁতোয় তাহলে কি হবে? চিকিৎসার জন্য দশ লক্ষ টাকা দেবে তো ?
ভ্যালেন্টাইন ডে নিয়ে কেন্দ্রীয় পশুপালন দফতরের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর দেশজুড়ে শুরু হয় প্রবল বিতর্ক ও বিদ্রুপ। প্রচুর মিম সামনে আসে এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে। প্রবল বিতর্কের মাঝে ওই বিজ্ঞপ্তিকে প্রত্যাহার করে নেওয়া হয়। সোমবার বিধানসভায় রাজ্যপালের বক্তৃতার উপর বিতর্ক শেষে মুখ্যমন্ত্রী যখন জবাবি ভাষণ দিচ্ছেন তখনই তিনি এই প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “বলছে ভ্যালেন্টাইন ডে-র দিন গরুকে আলিঙ্গন করতে হবে। কিন্তু গুঁতিয়ে দিলে কি হবে ?” তারপর হাসতে হাসতেই তিনি বলেন, “আগে দশ লক্ষ টাকার বিমা করে দাও, তারপর বলো আলিঙ্গন করতে।” যে বা যারা এই সিদ্ধান্ত নিয়েছিলো (কাউ হাগ ডে) তাঁদের চিন্তাধারা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “মাথায় কি আছে এদের ! কি ব্রেন ! একদম ইন্টারন্যাশনাল ব্রেন।” তবে শুধু গরু কেন, মহিষ কেন বাদ যাবে ? তাই মুখ্যমন্ত্রী বলেন, “এবার মহিষকে নিয়ে কিছু ভাবুন। মহিষকে আলিঙ্গন করলে বিশ লক্ষ টাকা ইনসিওরেন্স করে দিন।” মুখ্যমন্ত্রীর এই কথা শুনে সভায় তখন হাসির রোল।