Date : 2024-05-02

বুধবার থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল

বুধবার থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দলের পারফরমেন্স অনেকটাই নির্ভর করবে বিরাট কোহলির ব্যাটের ওপর। কারণ গত বছর এশিয়া কাপ থেকেই ফের ছন্দে ফিরেছেন কিং কোহলি। হারিয়ে যাওয়া গৌরবও ফের অর্জন করেছেন কোহলি। নামের প্রতি সুবিচার করে জাতীয় দলের জার্সিতে শতরান পেয়েছেন। আবারও ভারতীয় দলের ভরসার অন্যতম নামই হয়ে উঠেছেন কোহলি। অজিদের বিপক্ষে তার ব্যাটে বড় রান আসলেই মন স্টার্ক, কামিন্সরা শাসন হবেন, তেমনই ভারতের ভাগ্যে 10 বছরের অপেক্ষার শেষে আসবে কোনও আইসিসি ট্রফি। একই সঙ্গে বিরাটও ছুয়ে ফেলতে পারেন বেশ কয়েকটি নতুন নতুন নজির। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে সব চেয়ে বেশি শতরান রয়েছে লিটল মাস্টার সচিন তেন্ডুলকরের৤ তার ঠিক পিছনেই 8টি শতরান রয়েছে রিকি পন্টিং, সুনীল গাভস্কার, স্টিভ স্মিথ এবং বিরাট কোহলির। এই ম্যাচে শতরান করলে বাকিদের ছাপিয়ে ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজে 9টি শতরানের মালিক হবেন কোহলি। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে বিরাট 108 টেস্টে করেছেন 8416 রান। এই ম্যাচে 125 রান করতে পারলেই স্যার ভিভ রিচার্ডসের টেস্টে 8540 রানের নজির টপকে যাবে কোহলি। এছাড়াও ভারত- অস্ট্রেলিয়া টেস্টে রাহুল দ্রাবিড়ের রান সংখ্যাকেও ছাপিয়ে যাওয়ার সমভাবনা রয়েছে বিরাট কোহলির। বর্তমান কোচকে টপকে যেতে বিরাটের দরকার আরও 164 রান। বিরাটের ব্যাটে ভারতের আইসিসির ট্রফির খড়া কি কাটবে। সঙ্গে রোহিতের হাতে কি উঠবে প্রথম আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়নের শিরোপা, উত্তর দেবে সময়।