Date : 2024-05-04

বুধবার শহরের দুই শ্রেষ্ঠ দুর্গোৎসব কমিটির মাঠে উপস্থিত হলেন এমিলিয়ানো মার্তিনেজ

বুধবার লেকটাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং সন্তোষ মিত্র স্কোয়ারে গেলেন আর্জেন্তাইন তারকা এমিলিয়ানো মার্তিনেজ। শ্রীভুমিতে গোল্ডেন গ্লাসভ হাতে করলেন চেনা অঙ্গভঙ্গি। লেবুতলায় খুদেদের সঙ্গে কাটালেন সময়। উপহার পেলেন ধুতি, পঞ্জাবি। বুধবার শহরের দুই শ্রেষ্ঠ দুর্গোৎসব কমিটির মাঠে উপস্থিত হলেন এমিলিয়ানো মার্তিনেজ। মঙ্গলের পর বুধবারও বেশ খোশ মেজাজেই ছিলেন এমি। সকালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাঠে গিয়ে আর্জেন্তাইন কিংবদন্তী দিয়েগো আর্মান্দো মারাদোনার মুর্তিতে মাল্যদান করেন মার্তিনেজ। সেখানে কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী ফুটবলারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তাকে দেখতে লেকটাউন সংলগ্ন অঞ্চলে উপচে পড়ে অগনিত মানুষের ভিড়। কাতারের পর কলকাতা থেকেও গোল্ডেন গ্লাভস পেলেন তিনি। শ্রীভুমিতে মার্তিনেজকে স্বাগত জানাতে তার হাতে গোল্ডেন গ্লাভস তুলে দেন সুজিত বসু। তারপরই সেই মাহেন্দ্রক্ষণ। আবারও গ্লাভস হাতে বিতর্কিত অঙ্গভঙ্গি করেন এমি। অবশ্য বিতর্ক বলা যায় না, বলতে হয় তার সিগনেচার পোজ নেন তিনি। যা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। ফিল গুড মেজাজে প্রায় 40 ছুঁই ছঁই তাপমাত্রাতেও হুডখোলা জিপে ঘুরলেন তিনি। শ্রীভূমির পর কলকাতার আরেক ব়ড় পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে আসেন আর্জেন্তাইন সুপারস্টার। সেখানে এসে অগনিত ফুটবল সমর্থকদের দেখে কিছুটা হকচকিয়েই যান এমি। কলকাতার যে প্রান্তেই গেছেন, যেভাবে তাকে দেখতে ভির উপচে পড়েছে, তা দেখে তিনি তিনি বুঝে গেছেন কলকাতায় না আসলে তার অনেক কিছুই মিস হয়ে যেত। সন্তোষ মিত্র স্কোয়ারে র্যাম্প ওয়াকের ঢং বিশ্বকাপের প্রতিকি নিয়ে হাঁটেন তিনি। এরপর খুদে প্রতিভাদের সঙ্গে হাত মেলান। তার হাতে তুলে দেওয়া হয় ধুতি, পঞ্জাবি, মিষ্টি, স্মারক। কেন বাংলা ভারতীয় ফুটবলের মক্কা, সেটাই বুঝে গেলেন এমি।