Date : 2024-04-27

চলছে পালমোনারি ফিজিওথেরাপি, বাড়ি ফেরার পথে বুদ্ধদেব ভট্টাচার্য!

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: শুক্রবার আরো খানিকটা উন্নতি হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যায় উডল্যান্ড হাসপাতালের ডিরেক্টর রূপালী বাসু সাংবাদিক সম্মেলন করে জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপারিশে বিশিষ্ট চিকিৎসক ধীমান গঙ্গোপাধ্যায় তাকে পরীক্ষা করেছেন শুক্রবার তার যে সমস্ত পরীক্ষা করা হয়েছিল তার প্রত্যেকটি রিপোর্টই যথেষ্ট সন্তোষজনক। এদিন বুদ্ধদেববাবুর সি আর পি টেস্ট করা হয় এবং সেই রিপোর্ট থেকে জানা গেছে এই মুহূর্তে তার সংক্রমণ প্রায় নিয়ন্ত্রণে স্বাভাবিক রয়েছে তার শরীরের বাদবাকি প্যারামিটার গুলিও তবে যেহেতু বুদ্ধদেব বাবু ক্রনিক সি ও পি ডি-তে আক্রান্ত তাই সেই জায়গায় দাঁড়িয়ে ধারাবাহিকভাবে তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করে যেতে হবে

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে তাকে সুপ খেতে দেওয়া হয়েছে চিকিৎসকরা মূলত দেখতে চাইছেন রাইমস টিউব ছাড়া খাবার খেতে কোন অসুবিধা হচ্ছে কিনা বুদ্ধদেব ভট্টাচার্যর। মাঝেমধ্যেই খুলে নেওয়া হচ্ছে বাইপ সাপোর্ট আর সেই সময় স্বাভাবিকভাবে শ্বাস- প্রশ্বাস নিতে পারছেন তিনি

শনিবার পর্যন্ত বুদ্ধদেব বাবু আইভি অ্যান্টিবায়োটিকের কোর্স চলবে। এবং তারপর চিকিৎসকরা তার বাড়ি যাবার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা জানিয়েছেন গত শনিবার যে অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল এই মুহূর্তে সেই বিপদ প্রায় সব টাই কাটিয়ে উঠতে পেরেছেন তিনি তবে যেহেতু তার বেশ অনেকটাই বয়স হয়েছে তাই প্রতিমুহূর্তেই তাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে।