Date : 2024-05-04

সবুজ মেরুন শিবিরের প্রতিপক্ষ নেপালের ক্লাব মাচিন্দ্রা

ডার্বির হারের পর বুধবার এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে অফের ম্যাচে মাঠে নামছে মোহনবাগান। সবুজ মেরুন শিবিরের প্রতিপক্ষ নেপালের ক্লাব মাচিন্দ্রা। যোগ্যতা অর্জন পর্বের প্রাথমিক রাউন্ডের এই ম্যাচে নামার আগে মোহনবাগান ফুটবলারদের ওপর কিছুটা হলেও কাজ করছে ডার্বি ম্যাচে হারের হ্যাঙ্গোভার। যে করেই হোক সেই হ্যাঙ্গোভার থেকে বেড়োতে চাইছে মোহনবাগান। ধারে ভারে অর্থের দিক থেকেই মাচিন্দ্রার থেকে অনেক অনেক এগিয়েই রয়েছে বাগান। ফুটবলার হোক বা কোচ, সব দিক থেকেই বাগান হেভিওয়েট। কিন্তু আত্মতুষ্টির জায়গাতেই যেন ইস্টবেঙ্গল ধাক্কাটা মেরে চলে গেছে। তাই প্রতিপক্ষ মাচিন্দ্রাকে নিয়ে বাড়তি সাবধানী এবং সমীহও করছেন বাগান কোচ। এর আগের ম্যাচে মাচিন্দ্রা দল পারো এফসিকে হারিয়েছে। দলে নাইজেরিয়ান ফুটবলার আফিজ ওলাডিপো রয়েছেন। তাদের ভিডিও ফুটেজ দেখে ভিডিও ক্লাসেই ফুটবলারদের মাচিন্দ্রার বিদেশীদের রোখার টোটকা দিয়ে দিয়েছেন জুয়ান ফেরান্দো।

নেপালের দলে তাদের জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন। বাগানের হুগো বুমোসের সঙ্গে যেমন লড়াই দেখা যাবে নেপালের ডিফেন্ডার আরিক বিস্তার, তেমনই আনোয়ার আলির সঙ্গে টক্কর চলবে নাইজেরিয়ান ওলাডিপোর। লিস্টন কোলাসোর দুর থেকে শট নেওয়ার প্রবণতা রয়েছে। এই ম্যাচে তাই বাগান বটাকারদের সঙ্গে লড়াই মাচিন্দ্রার গোলরক্ষক বিশাল শ্রেষ্ঠার। এই ম্যাচ জিতলেই মুলপর্বের কাছাকাছি চলে যাবে ফেরান্দোর বাগান। ডার্বির আগে এবং পরে বারবার এএফসি কাপের এই ম্যাচের দিকে ফোকাস করার কথা বলেছেন জুয়ান। ফলে বুধবারের ম্যাচের পারফরমেন্স একটা প্রেস্টিজ ফাইট বাগান কোচের কাছেও। মাচিন্দ্রা দলের সঙ্গে মোহনবাগানের খেলায় শেষমেষ সুপারজায়ান্টসের মতো মাঠ ছাড়ে কে, এখন সেটাই দেখার।