Date : 2024-04-28

“পাশে আছি” সংগঠনের পক্ষ থেকে আজ হুগলী চেরাগ্রামে আয়োজিত হয়ে গেলো ১৫ই আগস্টের স্বাধীনতা দিবস উদযাপন

পাশে আছি সংগঠন – আলাদা করে এই সংগঠনের নাম বলার দরকার পড়ে না। এই “পাশে আছি ” সংগঠন সারা রাজ্য জুড়ে রাজ্য করছে। ১৫ই আগস্ট আমাদের ভারতবাসীর কাছে একটা গর্বের দিন কারণ এই দিন টায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ভারতীয় স্বাধীনতা দিবস উদযাপন করে। আজ “পাশে আছি ” সংগঠন সেটির পরিচয় দিল। সম্পাদক সাহিল মল্লিক এবং শ্বাশতী দাসের উদ্যোগে এক বিরাট জমজমাট স্বাধীনতা দিবস উদযাপন করা হলো ।

সকলে পতাকা উত্তোলনের মাধ্যমে এবং প্রদীপ উজলনের মাধ্যমে প্রোগ্রামের শুভারম্ভ ঘটে এবং সন্ধেবেলা মঞ্চকে আলোকিত করে উপস্থিত ছিলেন টেলি অভিনেত্রী তথা মানবাধিকার সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদিকা পায়েল সরকার, প্রখ্যাত সমাজসেবক ঝন্টু দে এবং বিখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং প্রগতি বাংলার কর্নধার ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী। পায়েল সরকারের ধারাবাহিকের সংলাপের মাধ্যমে পুরো প্রোগ্রাম করতালিতে ভেসে ওঠে এবং অন্তিম পর্যায়ে পায়েল সরকারের গানের মাধ্যমে পুরো প্রোগ্রামের জনপ্রিয়তা তুঙ্গে ওঠে । সমাজসেবক ঝন্টু দে এবং ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী নিজের বক্তৃতার মাধ্যমে প্রোগ্রামের বিশেষত্ব তুলে ধরেন