Date : 2024-05-08

স্পেনে গিয়ে লা লিগা কর্তাদের সঙ্গে মৌ চুক্তি সই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

স্পেনে গিয়ে লা লিগা কর্তাদের সঙ্গে মৌ চুক্তি সই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লা লিগার তরফ থেকে গড়ে তোলা হবে অ্যাকাডেমি। বাংলার বুকে সেই অ্যাকাডেমি থেকেই বেরোবেন আগামীর মেসি, রোনাল্ডোরা। সেই স্বপ্নেই বুক বাঁধছে বঙ্গবাসি। এরই মধ্যে লা লিগা কর্তাদের তাদের অ্যাকাডেমির দলকে আইএফএ পরিচালিত লিগে খেলানোর প্রস্তাব দেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ছোট থেকেই অ্যাকাডেমির ফুটবলাররা প্রতিযোগিতামুলক ফুটবলে খেলতে থাকলে এবং যুব ফুটবলাররা ফার্স্ট ডিভিশন ম্যাচে খেললে তাদের উন্নতি হবে বলে মনে করেন বাংলার মহারাজ। কিন্তু কোনও দলকে সরাসরি ফার্স্ট ডিভিশনে খেলতে গেলে আইএফএ-র ঠিক কি নিয়ম রয়েছে। সম্ভব কি লা লিগাকে সরাসরি ফার্স্ট ডিভিশন লিগে সুযোগ দেওয়া। কি বলছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
অনির্বাণ দত্তের কথা, আইএফএর থেকে অ্যাফিলিয়েশন নিয়ে যে নিয়ম রয়েছে তা অনুসরণ করলেই বিশেষ ক্ষেত্রে ছাড় দিয়ে সরাসরি ফার্স্ট ডিভিশনে খেলতে দেওয়া যাবে লা লিগা অ্যাকাডেমির দলকে। বাংলা ফুটবলের মক্কা। সেই মক্কাতেই তৈরি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন দেশের ফুটবল অ্যাকাডেমি। সেই অ্যাকাডেমির হাত ধরেই একদিন ভারতও বিশ্বফুটবলের মঞ্চ দাপাবে, স্বপ্নে বিভোর বঙ্গবাসি।