Date : 2024-04-28

এবারের এশিয়া কাপে বেশ ভালো ছন্দে রয়েছেন শুভমন গিল

রবিবার এশিয়া কাপের ফাইনাল। মুখোমুখি ভারত শ্রীলঙ্কা। বাংলাদেশ ম্যাচে হার ভুলে নতুন উদ্যোমে নামতে প্রস্তুত রোহিত, শুভমনরা। এবারের এশিয়া কাপে বেশ ভালো ছন্দে রয়েছেন শুভমন গিল। ফাইনালে ভারতীয় ওপেনিং লাইন আপ ভিত গড়ে দিতে পারলেই কাজটা সহজ হয়ে যাবে টিম ইন্ডিয়ার। কারণ মিডল অর্ডারের ওপর সেক্ষেত্রে চাপ কমবে। বাংলাদেশের বিপক্ষে ভারতের ব্যাটাররা মোটেই ভালো পারফরমেন্স করতে পারেনি। শুভমন গিল একমাত্র ব্যাতিক্রম। লড়েছেন, তবে শেষ পর্যন্ত জেতাতে পারেননি। ঘরের মাঠে বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিততে পারলে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে ভারতের। গতবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দেশের মাটিতে ম্যাচ খেলায় তারা ফেভারিট হিসেবে নামছেন। পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর লঙ্কান ব্যাটিং লাইন আপ যেমন অনেকটা আত্মবিশ্বাস কুড়িয়েছে। তেমনই ওয়েলেলাগের দুরন্ত স্পিন বোলিংও লঙ্কানদের বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভারতীয় মিডল অর্ডারে বিরাটের পর আসতে পারেন লোকেশ রাহুল এবং ইষাণ কিষাণ। এরপর জোড়া অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া। তিন পেসার এবং এক স্পিনার কুলদীপ যাদব থাকতে পারেন দলে। যদিও কলোম্বোর উইকেট স্পিনারদের সহায়তা করে বেশি। সেই বিষয়টি ভাবাচ্ছে রোহিত শর্মাকে। ওয়াসিংটন সুন্দরকে দলের সঙ্গে যোদ দিতে বলা হয়েছে অক্ষরের ব্যাক আপ হিসেবে। ফাইনাল ম্যাচেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। যখন তখন বৃষ্টি এসে বাধ সাধতে পারে ম্যাচ গড়ানোয়। তাই ডিএলএস মেথডের কথা মাথায় রেখেই টসে যাবেন রোহিত শর্মা। গত পাঁচ বছরের বহু দেশিয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়নি ভারত। লঙ্কান পেসার মাহিস থিকসানা নেই। দলও ভারতের অনেক শক্তিশালি। শেষ পর্যন্ত পাঁছ বছরের খরা কি কাটাতে পারবে ভারতীয় দল, উত্তর দেবে রবিবাসরিয় সন্ধ্যা।