Date : 2024-04-29

লা লিগা কর্তাদের সঙ্গে বাংলার ফুটবলের স্বার্থে মৌ চুক্তি স্বাক্ষর করলেন বাংলার মুখ্যমন্ত্রী

কলকাতায় আসবেন মেসি। লা লিগা কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৌ চুক্তি স্বাক্ষরের পরই জানা যায় বাংলায় অ্যাকাডেমি গড়বে স্পেনের এই লিগের কর্তৃপক্ষ। সেই অ্যাকাডেমি থেকেই উঠে আসবে আগামি দিনের মেসি-রোনাল্ডো। লা লিগার তৈরি সেই অ্যাকাডেমি দেখতে আসবেন আর্জেন্তাইন সুপারস্টার মেসি।

নজিরবিহিনভাবে লা লিগা কর্তাদের সঙ্গে বাংলার ফুটবলের স্বার্থে মৌ চুক্তি স্বাক্ষর করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লা লিগার সভাপতি জাভিয়ার তোবসের সঙ্গে করা চুক্তি অনুযায়ি বাংলায় লা লিগাকে অ্যাকাডেমি তৈরির জন্য পরিকাঠামোগত সাহায্য করবে সরকার। লা লিগার তরফ থেকে বাংলায় তৈরি হওয়া তাদের অ্যাকাডেমিতে পাঠানো হবে স্প্যানিশ কোচ এবং ফুটবলারদের। সেই সঙ্গে থাকছে অন্য চমক। লা লিগার উদ্যোগে কলকাতায় আসবেন আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি। লা লিগা কলকাতায় কাজ শুরু করলেই বাংলায় পা রাখবেন মেসি। অল্প বয়স থেকেই শুরু হবে এই অ্যাকাডেমি। যাতে 6 বছর বা 7 বছর বয়স থেকেই খুদে ফুটবলারদের ট্রেনিং করানো যায় সেই কথাই ভাবছেন লা লিগা কর্তৃপক্ষ। স্পেনের বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বতলেতিকো মাদ্রিদের ধাঁচেই ছোট থেকে খেলোয়াড়দের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে বাংলার অ্যাকাডেমিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় যুব এবং ক্রীড়া মন্ত্রক সামলানোর সময় থেকেই ফুটবলের প্রতি তার ভালোবাসার জানান দিয়েছেন। ইস্টবেঙ্গল, মোহনবাগান , মহমেডান ক্লাবের মাঠ উন্নয়ন থেকে ফ্লাড লাইট বসানো, সব সময়ই এগিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লালহলুদকে স্পন্সর খুজে আইএসএলেও খেলিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই। বাঙালির রক্তে ফুটবল। তাই বাংলাই আগামি দিনে ভারতীয় ফুটবলে দিশা দেখাক চাইছেন তিনি। বাংলায় মেসি, রোনাল্ডো গড়ে তুলতে পারলে , বিশ্বক্ষেত্রেও লা লিগার অবদান যেমন থাকবে,তেমন বাংলা থেকেই তৈরি হবে ফুটবলার তৈরির কারখানা, ফুটবলারের ব্যবসা। এই মৌ চুক্তি আগামি দিনে বাংলাকে বহুদুর এগিয়ে নিয়ে যাবে এবং জাতীয় ক্ষেত্রে বাংলার ফুটবলের অবদানকে আবার আগের মতো ফিরিয়ে আনবে বলেই মত প্রাক্তন জাতীয় ফুটবলার বিদেশ বসুর। একই সঙ্গে জাতীয় দলেও বাংলার প্রতিনিধি বাড়বে, আশায় বিদেশ। ভারতের আইকন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়ও ফুটবলের স্বার্থে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ। বললেন লা লিগার এই অ্যাকাডেমির দলকে যেন খেলতে দেওয়া হয় কলকাতা লিগে। অতীতে বহু অ্যাকাডেমি তৈরি হলেও সঠিক প্রশিক্ষণ এবং বৈজ্ঞানিক প্রশিক্ষণের অভাবেই ধুকছে সেগুলো। এখন দেখার লা লিগার হাত ধরে আগামি প্রজন্মের মেসি, রোনাল্ডোরা বাংলা থেকে উঠে এসে বিশ্ব দাপাতে পারে কিনা।