ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক : মেডিকেল কাউন্সিলের নির্বাচন নিয়ে চিকিৎসকদের মধ্যে একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে শুরু করেন।। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচনেও একাধিক কারচুপি হয়েছে এবং সেটা মূলত শাসক দলের চিকিৎসক সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসা কুনাল সাহা।দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে মামলা শুনানি পর্ব চলছিল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজেলাসে।মঙ্গলবার মামলা শুনানি শেষে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একক বেঞ্চ মামলাটি চিকিৎসক কুণাল সাহার মামলাটি খারিজ করে দেয়। গত বছর ১ নভেম্বর নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের হয়।