Date : 2024-05-01

Arrest : পুলিশের পরীক্ষায় জালিয়াতি, গ্রেফতার বহু

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- গত রবিবার ছিল কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা। পরীক্ষা দিতে এসেছিলেন লক্ষাধিক পরীক্ষার্থী। এরই মধ্যে হাতেনাতে পাকড়াও করা হল বহু ভুয়ো পরীক্ষার্থীকে। শহরের একাধিক থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ভুয়ো পরীক্ষার্থীদের।
কলকাতা পুলিশের পরীক্ষা দিতে আসা ভুয়ো পরীক্ষার্থীদের কারও সঙ্গে মিলছিল না ছবি তো কারও সঙ্গে হাতের ছাপ (বায়োমেট্রিক) মেলানো যায়নি। এতেই সন্দেহ হয় পরীক্ষাকেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে থাকা পুলিশ আধিকারিকদের। তৎক্ষনাৎ গ্রেফতার করা হয় ভুয়ো পরীক্ষার্থীদের। মৌলানা আজাদ কলেজে বনিতা টুডু ও মল্লিকা মুর্মুর হয়ে পরীক্ষা দিতে এসেছিল ঝাড়খণ্ডের বাসিন্দা বছর ২০-র রুবি কুমারী ও ২৮ বছরের পুনম কুমারী। বায়োমেট্রিক না মেলায় সন্দেহ হয় পর্যবেক্ষকদের। নিউ মার্কেট থানায় জানানো হলে গ্রেফতার করা হয় ২ যুবতিকে। শুধু মৌলানা আজাদ কলেজ নয়, হাজরা ল কলেজ থেকে গ্রেফতার করা হয়েছে ৬ ভুয়ো পরীক্ষার্থীকে। অভিযুক্তদের চেহারার সঙ্গে ছবি ও বায়োমেট্রিক না মেলায় গ্রেফতার করে বালিগঞ্জ থানার পুলিশ। ধৃতরা হল দেবেশ কুমার, জিতেশ কুমার সিং, বিরাট কুমার, আশুতোষ কুমার, বিনোদ কুমার ও পিন্টু কুমার। দিলীপ মুর্মু, প্রণব মণ্ডল, বেচন চৌধুরী, মহম্মদ সওকত আলম, রাজেশ রজক ও ইন্দ্রজিৎ ঘোষের হয়ে পরীক্ষা দিতে এসেছিল অভিযুক্তরা। প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। একই ঘটনায় ভবানীপুর এলাকা থেকে গ্রেফতার সুব্রত দস্তিদার নামে এক ভুয়ো পরীক্ষার্থী। অভিজিৎ টিগ্গি নামে এক যুবকের হয়ে পরীক্ষা দিতে এসেছিল এই অভিযুক্ত। ধৃত পরীক্ষার্থীদের নিজেদের হেফাজতে নিয়ে আসল পরীক্ষার্থীদের খোঁজ চালাবে পুলিশ বলে সূত্রের খবর।