Date : 2024-04-28

Bratya Basu on Teacher’s Vacancy : ৭৮১ নয়, রাজ্যে শিক্ষক শূন্যপদ তার থেকে বেশি II

Bratya Basu on Teacher's Vacancy

Key Points on Bratya Basu on Teacher’s Vacancy

  • মঙ্গলবারের পর বুধবার ফের শিক্ষক শূন্যপদ নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী (Bratya Basu on Teacher’s Vacancy)।
  • মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানান, উচ্চমাধ্যমিক স্কুলে ১৩টি, মাধ্যমিক স্তরে ২৮, উচ্চপ্রাথমিকে ৪৭৩, প্রাথমিক স্কুলে ২৬৭ টি।
  • শিক্ষামন্ত্রী শিক্ষক শূন্যপদ নিয়ে সঠিক শ্বেতপত্র প্রকাশ করুন। এমনই দাবি তুলেছেন একাংশ শিক্ষক সংগঠন।

নাজিয়া রহমান, সাংবাদিক : মঙ্গলবারের পর বুধবার ফের শিক্ষক শূন্যপদ নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী। ৭৮১ নয়, রাজ্যে শিক্ষক শূন্যপদ তার থেকে বেশি। মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানান, উচ্চমাধ্যমিক স্কুলে ১৩টি, মাধ্যমিক স্তরে ২৮, উচ্চপ্রাথমিকে ৪৭৩, প্রাথমিক স্কুলে ২৬৭ টি। শিক্ষামন্ত্রীর মুখে ৭৮১টি শূন্য পদ শোনার পর বিভ্রান্তি ছড়াই। তাই ফের বুধবার শিক্ষামন্ত্রী শিক্ষক শূন্যপদ নিয়ে ফের ব্যাখ্যা দেন। তিনি জানান, প্রাথমিক স্কুলে ১১ হাজার ৭৬৫টি, উচ্চপ্রাথমিকে ১৪ হাজার ৩৩৯টি, মাধ্যমিকে ১৩ হাজার ৫০০টি এবং উচ্চমাধ্যমিকে সাড়ে ৫ হাজারটি শিক্ষকপদ শূন্য রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে রাজ্যে শূন্য শিক্ষকপদের সংখ্যা প্রায় ৫৫ হাজার। ২০২২ সালে এই সংখ্যা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলিকে। তাই নতুন পদের সঙ্গে সেগুলি যুক্ত করা হয়নি বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী শিক্ষক শূন্যপদ নিয়ে সঠিক শ্বেতপত্র প্রকাশ করুন। এমনই দাবি তুলেছেন একাংশ শিক্ষক সংগঠন।

শিক্ষামন্ত্রীর মুখে শিক্ষক শূন্যপদের সংখ্যা শুনে ধোঁয়াশা ছড়াই চাকুরিপ্রার্থীদের মধ্যেও। তাই তাদেরও আবেদন শূন্যপদ নিয়ে সঠিক তথ্যই যেন প্রকাশ করা হয়। কোনও ধোঁয়াশা যেন না ছড়াই।