Date : 2024-05-03

Anupam Hazra : অনুপম হাজরার অভিযোগের ভিত্তিতে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। পুলিশকে নির্দেশ আদালতে।

ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক : তবে তাদের নোটিসে সাড়া দিতে হবে। আগামী শুনানিতে কেস ডাইরি হাজির করতে হবে আদালতে। ১৩ ডিসেম্বর পরিবর্তী শুনানি।
ধ্রুব সহা ও অনুপ সাহার বিরুদ্ধে হামলার অভিযোগ অনুপম হাজরার। ৮ নভেম্বর হামলার অভিযোগ।
বিচারপতি জয় সেনগুপ্ত জিজ্ঞেস করেন অভিযোগ কে করেছে। আইনজীবী অনুপম হাজরার নাম বলতেই জজ হালকা চালে বলেন, ক্ষমতায় আসার আগেই দলের একাংশ অন্য অংশের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে! অনুপম হাজরাকে মামলায় যুক্ত করার নির্দেশ।
অভিযোগ, শুধু ভাংচুর বলা হয়েছে। কখন, এই কি কি ভাঙ্গা হয়েছে তার কোনো উল্লেখ নেই অভিযোগে। তখন MLA ছিলেন বিধান সভায়। জেলা সভাপতি ধ্রুব ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে জেলা
রাজ্য, অভিযুক্তদের নোটিস পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্তদের চিনহিত করেছে।
কালকের কপি:
খয়রাশোলে ৮ নভেম্বর অনুপম হাজরার বিজয়া সম্মিলোনিতে মারধরের ঘটনায় FIR challenge করে হাইকোর্টে বিজেপি দুব্রাজপুরের বিধায়ক অনুপ সহা বীরভূম ও বিজেপি জেলা সভাপতি ধ্রুব সহা। তাদের অভিযোগ মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। কারণ যেদিন এই ঘটনা ঘটে সেদিন বিধায়ক বিধান সভায় ও সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সফরে চিকেন। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। কাল শুনানি।