Date : 2024-05-02

Kolkata High Court : সরকারি চাকুরী পথে বাঁধা, পুলিশের অজস্র বেআইনি মামলার পাহাড়ের কারণে!

Kolkata High Court

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : চাকুরীপ্রার্থীর দের বিরুদ্ধ বেআইনি মামলা দিচ্ছে পুলিশ ।তাদের সরকারি চাকরি র পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা তাই তৈরি হতে রাজ্য সরকারকে চূড়ান্ত কে সময়সীমা বেধে দিলেন হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি জয় সেনগুপ্ত।পাশাপাশি মামলা গুলির কেস ডাইরি তলব কলকাতা হাইকোর্টের।

বিচারপতি : তারা তো নিয়োগ দুর্নীতি নিয়ে প্রতিবাদ করছে তারা কি বেআইনি কাজ করছে ? তারা তো আদালতের নির্দেশ মেনেই প্রতিবাদ ধর্নায় বসেছে । কভিড প্রটোকল দেখানো হচ্ছে । করোনা বিধি মানার দিন নেই আর্ ।

আবেদনকারী আইনজীবী অর্ক চৌধুরী : আমরা মামলা গুলি থেকে অব্যাহতি চাইছি ।কোথাও কোনো প্রতিবাদ কর্মসূচি করলেই মামলা দিচ্ছে কলকাতা ও রাজ্য পুলিশ।

বিচারপতি : তাদের মামলা থেকে অব্যাহতি আবেদনের যুক্তি আছে ।সুপ্রিম কোর্টের নির্দেশ আছে ।

সরকারি আইনজীবী তপন মুখোপাধ্যায়: চার্জশিট তৈরি আছে ।কিছু মামলায় চার্জ ফ্রেম এর সময় এসেছে ।তদন্ত চলছে ।এখন সময় নয় FIR বাতিল এর ।

বিচারপতি : এটা দুর্ভাগ্য জনক ।সরকারি আইনজীবীর এই যুক্তি খুবই দুর্বল ।এটাই সঠিক সময় FIR বাতিল এর আবেদনের ।আপনি তৈরি হয়ে আসুন ।আপনার যুক্তি মানা যাচ্ছে না ।

৮জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। (Kolkata High Court)