Date : 2024-05-03

SSKM জ্যোতিপ্রিয় মল্লিককে নজরদারিতে থাকছে CRPF ।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : রেজিষ্টার নজরদারি করবে CRPF। কারা কারা আসছেন দেখা করতে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে। প্রাক্তন খাদ্য মন্ত্রীর সাথে দেখা করতে আসছেন সেক্ষেত্রে CRPF যদি সন্দেহভাজন কিছু দেখতে পান অবশ্যই তাইডি আধিকারিকদের জানাবেন ।

পাশাপাশি নিয়মিত রেজিষ্টার মেইনটেন করতে হবে। কারা কারা আসছেন তার সাথে দেখা করতে।

নতুন করে সিসিটিভি ক্যামেরা নয়। তবে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তার মুখ ঘুরিয়ে বাইরে দিকে রাখতে হবে।

বাড়ির লোককে হাসপাতলে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগও সিসিটিভি ক্যামেরা নজরদারি করা হয়েছে বলেও অভিযোগ।

বিচারপতি মন্তব্য মামলা বিচারাধীন। তাই তদন্তকারী আধিকারিকরা সন্দেহ অন্যায় কিছু নয়। জতিপ্রিয় আইনজীবীর উদ্দেশ্যে।

ইডি ধীরাজ ত্রিবেদী: উনি অসুস্থ্য মানছি। কিন্তু কেন sskm হাসপাতালে চিকিৎসা করতে হবে কেন। কেন? কেন অন্য হাসপাতালে চিকিৎসা করা হবে না।

Sskm হাসপাতাল থেকে রেশন বন্টন দুর্নীতির মামলায় তথ্য লোপাট শুধু নয়, সাক্ষীদের প্রভাবিত করতে পারেন প্রাক্তন খাদ্যমন্ত্রী আশঙ্কা ইডির।

কেবিনের ভেতরে দিকে থাকা cctv ক্যামেরা খুলে দিতে হবে।

নিম্ন আদালতে নির্দেশ আপাতত কার্যকর করা যাবে না নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।