Date : 2024-04-28

রাম মন্দির উদ্বোধনের দিন‌ই রাজপথে মমতা। মিছিল হবে ব্লক স্তরেও

রাম মন্দির উদ্বোধন নিয়ে দেশ জুড়েই একটা উন্মাদনা তৈরি হয়েছে। আগামি ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির তাবড় নেতৃবৃন্দ। সেই দিনেই কলকাতায় সম্প্রিতি মিছিলে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত হবে এই মিছিল। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো।

রাম মন্দিরের উদ্বোধন নিয়ে একদিকে যখন বিজেপি সারা দেশেই একটা হাইপ তুলতে চাইছে, ঠিক তখন বিরোধীরা একযোগে অভিযোগ করছে যে ধর্মীয় একটা বিষয়কে নিয়ে রাজনীতি করছে বিজেপি, আর‌এস‌এস। ইতিমধ্যেই কংগ্রেস সহ একাধিক বিরোধী দল রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি চারটে পীঠের শঙ্করাচার্য ও রাম মন্দির উদ্বোধন নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছে। এমতাবস্থায় মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামি ২২ তারিখ কালীঘাটে পুজো দিয়ে বিকাল তিনটায় সম্প্রিতি মিছিলে অংশ নেবেন তিনি। এই মিছিলে অংশ নেওয়ার জন্য সব ধর্মের, সব বর্ণের মানুষ কে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি কোন পাল্টা কিছু করছি না। আমি শুধু দলের পক্ষ থেকে একটা মিছিল করছি। ওই মিছিলে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।” মুখ্যমন্ত্রীর কথায়, “ধর্ম যার যার, উৎসব সবার।” সাধু সন্তদের সম্মান করেন বলে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ওইদিন রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে ব্লকে সম্প্রিতি মিছিল বের করবে তৃণমূল কংগ্রেস। যদিও এদিন‌ও মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করেন নি যে রাম মন্দির উদ্বোধনে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না।