Date : 2024-05-04

Suryakumar Yadav: সূর্যকুমার যাদবের চোট পরীক্ষা

ভারতীয় পেসার মহম্মদ শামীর পর এবার ভারতীয় শিবিরে অনিশ্চিত তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। ভারতীয় শিবিরের পাশাপাশি মাথায় হাত মুম্বই ইন্ডিয়ান্সে{ গত 14 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি20 সিরিজে খেলে গোড়ালিতে চোট পান সূর্যকুমার যাদব। গোড়ালিতে চোটের পাশাপাশি হার্নিয়ার সমস্যায় ভুগছেন তিনি। সূত্রের খবর, চলতি সপ্তাহে জার্মানির মিউনিখে তাঁর অস্ত্রোপচারের সমভানা রয়েছে। ফলে বেশ কিছু দিন মাঠের বাইরেই থাকবেন তারকা ব্যাটার। এই পরিস্থিতিতে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলাও অনিশ্চিত বলে মনে করছেন অনেকে। বোর্ডের এক আধিরকারিক সূত্রের খবর, তারকার ক্রিকেটার সূর্যকুমার যাদবের হার্নিয়া হয়েছে। যা অস্ত্রোপচার করাতেই হবে। বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। কয়েক দিনের মধ্যেই জার্মিনাতে অস্ত্রোপচার করাতে যাবেন তিনি। অস্ত্রোপচারের পর সূর্যকুমার দেশে ফিরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করবেন। অস্ত্রোপচারের পর তার সুস্থ হতেও বেশ কিছু মাস সময় লাগবে বলেই মনে করছেন বিষেজ্ঞরা। ফলে, চলতি মরশুমে রঞ্জির কোনও ম্যাচ এবং আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে সূর্যকুমার যাদবের খেলার সমভবনা অত্যন্ত কম। আগামী জুন মাসের মধ্যে যদি তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তা হলে টি-20 বিশ্বকাপে দেখা যেতে পারে তাঁকে। কারণ টি20 ক্রিকেটে আইসিসির র্যাঙ্কিংয়েও তিনি স্যার ওপরেই থাকেন সচরাচর। মজা করে তাকে অনেকে মিস্টার 360 ডিগ্রিও বলে থাকেন, এবি ডিভিলিয়ার্সের মতো তিনিও মাঠের চারদিকে বাউন্ডারি হাকাতে পারেন বলে। গত টি20 বিশ্বকাপ হোক বা 2023 ক্রিকেট বিশ্বকাপ, দলে থাকলেও তার ব্যাট সেভাবে জলে ওঠেনি। বর্তমানে সুর্যকুমার যাদবের বয়স 33 বছর। যদি বিরাট, রোহিতদের 35 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গেই দলে থাকা নিয়ে এত প্রশ্ন উঠতে পারে, তাহলে তিনি এখনও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় জোলে না উঠলেও তার ওপরও যে কয়েকবছরের মধ্যে কোপ এসে পড়বে সেকথা ভালোই জানেন এই মুম্বইকর ব্যাটস্ম্যান। তাই তিনি নিজেই চাইবেন এবারের তারকা সমন্বিত হেভিওয়েট দলকে নিয়ে দেশকে টি20 বিশ্বকাপ জেতাতে।