Date : 2024-05-09

তৃতীয় ওয়ানডে ম্যাচে 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারাল অস্ট্রেলিয়া

100 ওভারের ম্যাচ 31 ওভারেই শেষ। যা অস্ট্রেলিয়ার ইতিহাসে সংক্ষিপ্ততম ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচে 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারাল অস্ট্রেলিয়া। তৃতীয় ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয় অধিনায়ক স্টিভ স্মিথ। 24.1 ওভারে 86 রান করে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। অন্যদিকে মাত্র 6.5 ওভারেই 87 রান করে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। যদিও এই জয়ের নায়ক নাকি একজনই। তিনি হলেন জেভিয়ার বার্টলেট। তৃতীয় ওয়ানডে ম্যাচে 4 উইকেট নিয়ে ম্যাচের ও সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। ক্যারিবিয়ান শিবিরের হয়ে সর্বোচ্চ 32 রান করেন বলিক অ্যাথানেজের। ওয়েস্ট ইন্ডিজের তিনজন ব্যাটার বাদে কোনও ব্যাটারই দু অঙ্কের বেশি রান করতে পারেননি। এদিনের ম্যাচ থেকে স্পষ্টত বোঝাই গেল যে, ওয়েস্ট ইন্ডিজ দলের অবস্থা এতটাই খারাপ যে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির বোলারদের বোলিংও সামলে উঠতে পারেননি তারা। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং করে জেক ফ্রেজার ম্যাকগুর্ক 18 বলে 5টি চার এবং 3টি ছয়ে মেরে 41 রান করেন। এরপর জস ইংলিস 16 বলে 35 রান করেন। মাত্র 6.5 ওভারেই 87 রান তুলে নেয় অস্ট্রেলিয়া।