Date : 2024-05-06

আইপিএলে ট্রফি জিততে মরিয়া পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান

এক সময় ভারতের হয়ে সব ফরম্যাটে নিয়মিত খেললেও দীর্ঘদিন হতে যায় জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি। সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপ, এশিয়ান গেমসেও জায়গা পাননি। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন শিখর ধাওয়ান। সব কিছু সামলে ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএল সব জায়গায় দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। এখনও স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলার। অনেকে বলেন, শুভমন গিল আসার পর থেকেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন শিখর ধাওয়ান। সামনেই আইপিএল। আইপিএলে পঞ্জাব কিংসের অধিনায়ক তিনি। আইপিএলের ইতিহাসে এখন অবদি ট্রফি জিততে পারেনি পঞ্জাব কিংস। তাই এবারের আইপিএলে ট্রফি জিততে মরিয়া অধিনায়ক শিখর ধাওয়ান। জোরকদমে চলেছে আইপিএলের প্রস্তুতি। আসল লক্ষ্য পঞ্জাব কিংসকে চ্যাম্পিয়ন করা। একথাই জানিয়েছেন অধিনায়ক। ধাওয়ানের মতে, অধিনায়ক হিসেবে দলকে সঠিক পথে পরিচালনা করাই তাঁর দায়িত্ব। প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “ভালো ভাবেই চলছে আইপিএলের প্রস্তুতি। নিজের ফিটনেস ও টেকনিকের দিকেও নজর দিয়েছি। পঞ্জাবকে চ্যাম্পিয়ন করতে একটি প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। সেদিকেই জোর দিয়েছি। তবে দলকে জেতাতে হলে দলে পরিবেশ সুস্থ রাখতে হবে। দলের পরিবেশ ভালো,সেটাই ধরে রাখতে হবে। আন্তর্জাতিক স্তরের ক্রিকেটাররের পাশাপাশি অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটাররাও রয়েছে দলে। সবাই মিলে ভাল ভাবেই খেলার চেষ্টা করব।” দীর্ঘদিন ধরে জাতীয় দল থেকে বাদ পড়ায় হয়তো ক্ষোভ জন্মেছে তাঁর মনে। তবে সবকিছু উপেক্ষা করে 24-র আইপিএল চ্যাম্পয়িন হতে মরিয়া পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান।