Date : 2024-04-30

প্রথম ভাষার পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন।

নাজিয়া রহমান, সাংবাদিক : কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মাধ্যমিকের প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হল। পরীক্ষা দিয়ে খুশি পরীক্ষার্থীরা। আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবছর এগিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষা। ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হল মাধ্যমিক। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষ ২৩ হাজার ৪৫ জন। প্রতিবছর বেলা বারোটা থেকে শুরু হয় মাধ্যমিক। তবে এবার এগিয়ে এসেছে পরীক্ষার সময়। নতুন নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়। বেলা ৯.৪৫ মিনিট থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলে। পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশ করতে থাকে পরীক্ষার্থীরা, প্রশ্নপত্র বিতরণ শুরু হয় বেলা ৯টা ৪৫ থেকে। এবার প্রথমবার প্রশ্ন ফাঁস রুখতে কিউআর কোড ব্যবহৃত হয়েছে। প্রশ্নপত্রের ওপরে লেখা সিরিয়াল কোড পরীক্ষার্থীদের উপস্থিতির খাতায় লিখতে হয়েছে। পাশাপাশি ওই নম্বরটি নিজেদের উত্তরপত্রের ওপরে লিখতে হয় পরীক্ষার্থীদের । তবে এতকিছুর পরেও পরীক্ষা শুরু হবার ঘন্টা দুই পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রশ্নপত্রের কয়েকটি পাতা। যা রীতি মতো চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় পর্ষদকে। যদিও আগেই পর্ষদ সতর্ক করেছিল কেউ যদি প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করে তাহলে এই কিউআর কোড এর মাধ্যমে তা জানতে পারা যাবে এবং অভিযুক্ত কে ধরতে পারবে পর্ষদ। পর্ষদের সেই হুঁশিয়ারি রীতিমত বাস্তবায়িত হয়েছে। পর্ষদের বক্তব্য মালদহ জেলার দুটি কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে যুক্ত দুই অভিযুক্ত পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। নিয়ে নেওয়া হয়েছে তাদের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড। এবছর তারা পরীক্ষা দিতে পারবে না বলেই জানিয়েছে পর্ষদ। এছাড়াও আজকের পরীক্ষায় আরও দুটি মোবাইল ও একটি স্মার্ট ওয়াচ উদ্ধার হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পর্ষদের নিয়মভঙ্গের জন্য তাদের প্রথমভাষার পরীক্ষা বাতিল করা হয়েছে।