Date : 2024-04-30

রাজপথে টাকা মিছিল

ঋক পুরকায়স্থ, সাংবাদিক: বাংলার ব্যবসায় পুঁজিহীনতা বাংলার বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর জন্য প্রয়োজন টাকার। আর বাঙালির ব্যবসার টাকা বাঙালির ঘরেই থাকতে হবে, এই দাবিতে পয়লা বৈশাখের দিন বাংলা পক্ষের উদ্যোগে এক রাশ তরুণ প্রজন্মের বাঙালি ব্যবসায়ীদের নিয়ে টাকা মিছিলের আয়োজন করা হয়েছিল। নববর্ষের সন্ধ্যায় কলকাতার রাসবিহারী থেকে গড়িয়াহাট পর্যন্ত চলে এই টাকা মিছিল। মিছিলের মূল নেতৃত্বে ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ড: গর্গ চট্টোপাধ্যায়, ছিলেন বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি। এছাড়াও ছিলেন অরিন্দম চ্যাটার্জী, মনন মন্ডল, এমডি সাহীন, সৌম্য ঘোড়াই ও জেলা সম্পাদকরা।

বিভিন্ন শিল্পপতিদের পোস্টার, ব্যানার, বড় বড় কাটআউট নিয়ে বর্ণাঢ্য এই মিছিলের আয়োজন করা হয়। বাঙালিকে সচেতন করাই বাংলা পক্ষর মূল উদ্দেশ্য। বাঙালি খেলোয়াড়, চিত্র তারকাদের শুধু চিনলে হবে না। চিনতে হবে বাঙালি ব্যবসায়ীদেরও। এটাই ছিল তাদের এই মিছিলের মূল উদ্দেশ্য। বাংলায় সব ধরনের ব্যবসাই হোক তাতে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু বাংলার পুঁজি বাঙালির ঘরেই যেন আসে এটাই তাদের মূল উদ্দেশ্য। বাংলায় যেন বাঙালী বঞ্চিত না হয় এই লক্ষেই টাকা মিছিলের আয়োজন করা হয়েছিল। বাংলায় যেন বাঙালী বঞ্চিত না হয় সেই লক্ষ্যে প্রতিবছরই এরকম মিছিল হবে বলে জানান বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ড: গর্গ চট্টোপাধ্যায়।