ওয়েব ডেস্ক: তেষ্টা পেলে জল নয়, বরং এই বৃদ্ধার প্রিয় পানীয় পেপসি। এমনকি সকালে চা বা কফির বদলে এক ক্যান পেপসিই তাঁর কাছে ‘বেড টি’। দিনে পেপসি ছাড়া আর কিছুই খান না ওই বৃদ্ধা। কি শুনে অবাক হচ্ছেন তো? একেবারেই গল্প কথা নয়। বর্তমানে বৃদ্ধার বয়স ৭৭ ছুঁইছুঁই। গত ৬০ বছর ধরে এই বৃদ্ধা শুধুমাত্র পেপসি খেয়েই দিনযাপন করে চলেছেন। ইংল্যান্ডের সারের বাসিন্দা জ্যাকি পেজ। তবে আপনি ভাবছেন এতদিনে তাঁর শারীরিক অবস্থা নিশ্চয়ই খারাপ হয়েছে। কিন্তু এখানেও আপনাকে ভুল প্রমাণ করবে ওই বৃদ্ধা। এই প্রশ্নের উত্তরে বৃদ্ধা জানিয়েছেন, তিনি যথেষ্ট সুস্থ রয়েছেন। ওজনও তেমন বাড়েনি। তবে কোনও ভাবেই তিনি পেপসি আসক্ত নন বলে জ্যাকির ধারণা। ১৯৫৪-এ জ্যাকির বয়স যখন ১৩ বছর তখনই তাঁর প্রথম পেপসি খাওয়া। এরপর থেকে তেষ্টা পেলেই একটা করে পেপসির ক্যান জ্যাকির প্রথম পছন্দ। এভাবেই ৬০ বছর ধরে তেষ্টা নিবারণে পেপসিই বৃদ্ধার সঙ্গী। সারা দিনে চার ক্যান পেপসিতেই তাঁর দিন কেটে যায়। তাঁর নিজের হিসেব অনুযায়ী, এই ৬০ বছরে ৯৩ হাজার ৪৪০ টি ক্যান পেপসি খেয়েছেন তিনি। অর্থাৎ, তিন হাজার কেজি শর্করা ইতিমধ্যেই তাঁর শরীরে প্রবেশ করেছে। তিনি জানিয়েছেন, কয়েক দশকে জল ছুঁয়েও দেখেননি তিনি।