Date : 2024-04-26

‘এনআরসি-র নামে মানুষ নিধন চলেছে’: মমতা

ওয়েব ডেস্ক: টানা সাত মাসের প্রস্তুতি। ২০ টি বিজেপি বিরোধী দলের সমাবেশ। ব্রিগেডের মাঠে উপস্থিত ছিলেন একাধিক নেতৃবর্গ সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চে প্রধান বার্তা ছিল মোদী সরকারের মেয়াদ শেষের দিন। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, গত চার দশকে এত বড় সভা পূর্ব ভারতের কোথাও হয়নি। আর সেই মতো প্রায় গোটা দেশ থেকেই এসেছিলেন বিজেপি বিরোধী দলের নেতারা। ব্রিগেডের মঞ্চে মমতা বলেন, ‘২০১৯-এর লোকসভা নির্বাচনে আমরা একজোট হয়ে লড়াই করব৷ বর্তমানে কেন্দ্র যে রাজনীতি করছে তা বিভাজন ও দাঙ্গার রাজনীতি৷ এনআরসি-র নামে মানুষ নিধন করছে কেন্দ্র।’ তিনি আরও বলেন, ‘দেশে চাকরি নেই। ২০১৪ লোকসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদী বলেছিলেন, ক্ষমতায় এলেই প্রতি বছর ২ কোটি বেকার যুবককে চাকরি দেওয়া হবে। কিন্তু সেই চাকরি কোথায়? উপরন্তু বছরে ২ কোটি বেকার হয়েছে। তারমধ্যে নোটবাতিল, জিএসটি-র কোপে মানুষ আরও সমস্যায় পড়েছে।’ তবে এখনই প্রধানমন্ত্রী হওয়ার ভাবনার কথা দূরে সরিয়ে রেখেছেন নেত্রী।