Date : 2022-01-23

How’s the Josh-এর মানে বললেন উরির নায়ক

ওয়েব ডেস্ক: How’s The Josh? High Sir.. বর্তমানে উরি সিনেমার এই সংলাপটি লোকের মুখে মুখে বেশ প্রচলিত। শুধু সাধারণ মানুষ নয়, স্বয়ং প্রধানমন্ত্রীর মুখেও শোনা গেছে এই সংলাপ।তবে অনেকেই জানেন না এই সংলাপের আসল মানে। তাই এবার ছবির অভিনেতা ভিকি কৌশল বোঝালেন জোশের আসল মানে। ভিকি একটি ছবি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেই ছবিতে তাঁকে ‘How’s The Josh?’ লেখা একটা টিশার্ট পরে থাকতে দেখা গিয়েছে। আর সেখানেই তিনি খোলসা করেছেন এই উক্তির আসল মানে কি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন,”এটা শুধুমাত্র একটা লাইন নয়। রোজ এই উক্তি নিয়ে নতুন নতুন ভিডিয়ো, প্রত্যেকটা ভালোবাসা ও প্যাশনের থেকে তৈরি হয়। প্রতিটা অপ্রতিকূলতাকে আর্মি ফোর্সরা মুখের হাসিতে জয় করে। এখন আর এই লাইনটি কেবল লাইন নয়। এটা একটা অনুভূতিতে পরিণত হয়েছে।”