Date : 2024-04-26

IPL: আজ ধোনি-কোহলি ধামাকার জন্য প্রস্তুত দেশ

ওয়েব ডেস্ক: আজ শুরু হচ্ছে দ্বাদশ আইপিএল ২০১৯। প্রথম ম্যাচেই মাঠে থাকছেন ধোনি এবং কোহলি।

চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের আকর্ষণের কেন্দ্র বিন্দু এই দুই তারকা।

প্রথম ম্যাচ ঘিরেই দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা রয়েছে।

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইপিএল-এ এবার উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

বোর্ডের তরফে জানানো হয়েছে, আইপিএল-এর উদ্বোধনী ম্যাচের টাকা তুলে দেওয়া হবে শহিদের পরিবারের হাতে। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন অনেকেই।

আইপিএল-এ তিনবারের চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। এবার চেন্নাই-এর টিম সিলেকশন নিয়ে অনেক উৎসাহ রয়েছে দর্শকদের মধ্যে।

বরাবরের মতো এবারও তারা তারুণ্য এবং অভিজ্ঞতাকে প্রধান্য দেবে দল গঠনের ক্ষেত্রে, এমনটাই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

এখনও পর্যন্ত একবারও ট্রফি ছিনিয়ে নিতে পারেনি বেঙ্গালুরু। চ্যালেঞ্জারদের চ্যালেঞ্জ তাই খুব সহজ হবে না।

একই দলে একাধিক তারকা প্লেয়ার থাকায় দল গুছিয়ে উঠতে হিমশিম খেতে হয় ফ্রাঞ্চাইজিগুলিকে। একই সমস্যা দেখা দিয়েছে চেন্নাইের ক্ষেত্রে।


আজ চেন্নাইয়ের হয়ে মাঠে নামছে যারা, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, স্যাম বিলিংস, ফাফ ডু প্লেসি, সুরেশ রায়না, অম্বাতি রায়াডু, এমএস ধোনি।

বেঙ্গালুরুর হয়ে থাকতে পারে, বিরাট কোহলি, ডিভিলিয়ার্স, সিমরন হেটমায়ার, মঈন আলি, শিভম দুবে এবং পার্থিব প্যটেল।