Date : 2024-04-26

পুলওয়ামায় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সৌধ গড়বে পুরসভা

পশ্চিম বর্ধমান: উপত্যকায় জঙ্গি হামলায় শহীদের উদ্দেশ্যে স্মৃতি স্তম্ভ তৈরি করতে চলেছে আসানসোল পুরসভা। এই কথা ঘোষণা করেছেন আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি জানিয়েছেন, শহীদ হওয়ায় ৪৯ জন সিআরপিএফ জওয়ানকে শ্রদ্ধা জানাতেই এই স্মৃতি সৌধ নির্মিত হবে। আসানসোল পুরসভা প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করে এই স্মৃতি সৌধ নির্মান করবে।

প্রাথমিক ভাবে একটি মডেলের ছবি প্রকাশ করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। পাশাপাশি স্মারকটি কেমন হবে এবং শহরের কোন অঞ্চলে সেটি স্থাপন হবে তা নিয়ে শহরের বিশিষ্ট নাগরিকদের মতামত গ্রহণ করা হয়েছে পুরসভার পক্ষ থেকে।

এদিন আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান, সীমান্তে দিনরাত এক করে যারা পাহারা দিয়ে চলেছেন তাদের জন্য গোটা দেশ নিশ্চিন্তে ঘুমোতে পারছে। জঙ্গি হামলায় নিহত সেই জওয়ানদের উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করতে চলেছে আসানসোল পুরসভা।

এই উদ্যোগকে সফল করার জন্য ইতিমধ্যে সবরকম কাজ এগিয়ে নিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন সেনাকর্মী থেকে এলাকার সাধারণ নাগরিক সকলেই।