Date : 2024-04-18

বলিউডে পা রাখছেন মিঠুন পুত্র নমশি…

ওয়েব ডেস্ক:  অনন্যা পান্ডে থেকে শুরু করে জাহ্নবী কাপুর, স্টারকিডরাই এখন বলিউড কাঁপাচ্ছে। সেই তালিকায় নয়া সংযোজন। মিঠুন চক্রবর্তীর ছোটো ছেলে নমশি চক্রবর্তীর এবার বলিউডে অভিষেকের পালা।

মিঠুনের জেষ্ঠপুত্র মিমোকে বেশ কয়েকটি ছবিতে দেখা গেলেও বলিউডে তেমন পা জমাতে পারেননি তিনি। এবার পা রাখতে চলেছেন নমশি, পরিচালক রাজকুমার সন্তোশীর পরের ছবি ব্যডবয় দিয়েই তাঁর ফিল্মি কেরিয়ারের পথচলা শুরু হতে চলেছে।

অবিকল বাবার মুখ বসানো যেন ছেলের। মিঠুনের কম বয়সের ছবির সাথে হুবহু মিল নমশির মুখের আদলের। চিকিৎসার জন্য অনেকদিন বিদেশে ছিলেন মিঠুন।

সেখান থেকে ফিরে এসে ছেলের সঙ্গে চিত্রনাট্য ও আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন বলে জানা গেছে। শোনা যাচ্ছে শুধু ছোটো ছেলেই নয়, কিছুদিন পর ছোটো মেয়ে দিশানিও বলিউডে পা রাখতে চলেছে।

সেও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চায়। তবে বর্তমানে নমশি কাজ করছে অনুভব সিনহার ছবি আর্টিকাল ১৫-এ। এই ছবিতে নমশির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।