Date : 2024-02-22

ভিকির নতুন গার্লফ্রেন্ড কে?

ওয়েব ডেস্ক : হরলিন শেট্টির সাথে ব্রেকআপের পর আবার কার সাথে প্রেম করছেন ভিকি কৌশল? তিনি সিঙ্গল এখনও এমনই খবর ইন্ডাস্ট্রিতে। তবে এর মাঝেই আবার গুজব অন্য এক নায়িকাকে নিয়ে। তিনি আর কেউ নন, ক্যাটরিনা কাইফ। সম্প্রতিই একটি সাক্ষাৎকারে ভিকি জানালেন তিনি যখন অভিনয় শিখতেন তখন ক্যাটরিনার সঙ্গে যোগাযোগ ছিল।

সেখানে তাকে ক্যাটরিনার সাথে তেরি ওর গানে নাচ করতেও হয়েছিল। তারপর থেকে আর কোনোদিন দেখা হয়নি তাদের। তবে সূত্রের খবর, একটি রোম্যান্টিক ছবিতে একসঙ্গে অভিনয় করবেন ভিকি-ক্যাটরিনা। সত্যি ঘটনার অবলম্বনে নাকি লেখা হয়েছে সেই প্রেমের ছবির চিত্রনাট্য। এ ছবির মাধ্যমেই নতুন অনস্ক্রিন জুটি আসবে ইন্ডাস্ট্রিতে। সে কারণেই কি অফস্ক্রিন প্রেমের জল্পনা শুরু হয়েছে? সবটাই কি ছবির প্রচারের স্বার্থেই? প্রশ্ন উঠছে নানা মহলে।