Date : 2024-04-26

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল…

ওয়েব ডেস্ক : প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল।এবারও কলকাতাকে টেক্কা জেলার। সোমবার সকাল ১০টায় বিদ্যাসাগর ভবনের সাংবাদিক বৈঠকে মেধাতালিকা প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। 

উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম বীরভূমের শোভন মণ্ডল ও কোচবিহারের রাজর্ষি বর্মণ। এদের প্রাপ্ত নম্বর ৪৯৮। এই বছর মেধাতালিকায় স্থান পেয়েছে ১৩৭ জন। ৯০ শতাংশের বেশি পেয়েছেন ৭ হাজার ৮১৮ জন। 

উচ্চমাধ্যমিকে এই বার পাশের হার ৮৬.২৯ শতাংশ, গত বছর যা ছিল ৮৩.৭৫ শতাংশ। ছেলেদের ৮৭.৪৪ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৫.৩০ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় পশ্চিম মেদিনীপুর।

সকাল ১১টা থেকেই পরীক্ষার্থীরা ওয়েব সাইটের মাধ্যমে রেজাল্ট জানতে পারেন। রাজ্যে এবার প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। গত বছরের থেকে যা প্রায় ৯ হাজার বেশি। উল্লেখ্য, এই বছর পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি, এবং তা শেষ হয় ১৩ অর্থাৎ ৭৪ দিনের মাথায় ঘোষণা হতে চলেছে ফলাফল।