Date : 2024-04-27

কোমর জলে আটকে ট্রেন, যাত্রীদের উদ্ধার করতে নামল সেনা….

ওয়েব ডেস্ক: ক্রমশ ভাবিয়ে তুলছে মহারাষ্ট্রের বন্যা পরিস্থিতি। মুম্বই, রত্নগিরি, কল্যাণ সহ বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে জল বইছে বিপদসীমার উপর দিয়ে।

আবহাওয়া দফতরও শোনাতে পারেনি আশারবাণী। বরং শনিবার ওই সব অঞ্চলে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

এর ফলে বন্যা পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে। ব্যাপক প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও।

এদিন বদলাপুরের কাছে আটকে পড়ে মুম্বই কোলহাপুরগামী মহালক্ষী এক্সপ্রেস। এখনও ট্রেনের মধ্যে আটকে রয়েছেন বহুযাত্রী।

আরও পড়ুন: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, ভাঙল বাঁধ, মৃত ৩৮

প্রবল বৃষ্টিতে কোমর পর্যন্ত জলে প্রায় ডুবে ডুবে গেছে ট্রেনের অধিকাংশ কামরা। প্রায় ৭০০ জন যাত্রী জলবন্দি অবস্থায় রয়েছেন ট্রেনের কামরার ভিতর। শনিবার তাদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছে যায় এনডিআরএফ-এর দল। উদ্ধারের কাজে হাত লাগাতে কপ্টারে করে পৌঁছে গেছে বায়ুসেনা ও নৌসেনার একটি দল।

প্রচুর জল থাকায় উদ্ধারকার্য আকাশ পথেই চালাতে হবে বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। মুম্বই থেকে প্রায় ১০০ কিমি দূরে আটকে পড়েছে ট্রেনটি। বৃষ্টির জল উঠেছে ট্রেনের দরজা পর্যন্ত।

মুম্বইয়ে দেওয়াল ভেঙে মৃত ১৬, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত শহর

আর কাছাকাছি কোথাও জনবসতিও নেই ফলে ট্রেন থেকে নেমে সেখানে পৌঁছনোর মতো অবস্থাও নেই যাত্রীদের। সেন্ট্রাল রেলের পক্ষ থেকে যাত্রীদের ট্রেন থেকে নামতে নিষেধ করা হয়েছে। এনডিআরএফ-এর লোক এক এক করে যাত্রীদের উদ্ধার করবে বলে জানিয়েছে।