কলকাতা: দুপুর হলেই তাকে খাওয়াতে যেতেন দ্বায়ীত্বে থাকা কর্তা। ভালোবেসে খাইয়ে আসতেন রোজের ফলমূল আহার। হয়তো সেদিন মন খারাপ ছিল তার, তাই গৃহকর্তার আদর আর সহ্য হল না তার। কর্তার হাত চেপে ধরতেই উপড়ে গেল আঙুলের নখ। আর এই ঘটনায় তাজ্জব সকলেই। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে আলিপুর চিড়িয়াখানায়। যে এই ঘটনা ঘটাল সে চিড়িয়াখানার অত্যন্ত পরিচিত নাম। শিণ্পাঞ্জিটির নাম বাবু। এর আগেও পর্যটকদের তাড়া করা, পাথর ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে।
এবার যাঁর উপর বাবু রুষ্ট হলো তিনি চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত। কিন্তু পরিচিত লোকের সঙ্গে শিম্পাঞ্জি বাবুর এরকম আচরণের কারণ অবশ্য জানা যায়নি। রোজের মতো এইদিনও আশিষ বাবু তাকে খাওয়াতে গিয়েছিল। শিম্পাঞ্জির গায়ে হঠাৎ-ই হাত দিতেই সে ক্ষিপ্ত হয়ে ওঠে। কিন্তু হঠাৎ কেন সে এমন আচরণ করল তা জানতে নজরদারি চালান হচ্ছে তার উপর।