উত্তর ২৪ পরগণা:- চলন্ত ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। মঙ্গলবার চলন্ত ট্রেনে এক মহিলার উপর পাথর ছুঁড়ে হামলা চালায় একদল দুষ্কৃতি। সূত্রের খবর, প্রতিদিনের মতোই তিনি নৈহাটি লোকালে অফিস থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় মহিলার উপর ভারী কোন অস্ত্র দিয়ে আঘাত করে একদল অপরিচিত যুবক। ঘটনার জেরে গুরুতর জখম হয় ওই মহিলা। আক্রান্ত মহিলাকে সহযাত্রীরা উদ্ধার করে নিয়ে যায়। ট্রেনেই তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা। পরে ট্রেন বেলঘড়িয়ায় পৌঁছলে সহযাত্রীদের সঙ্গে নিয়ে বেলঘড়িয়া জিআরপিতে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। চিকিৎসার জন্য মহিলাকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দুষ্কৃতিরা কোথা থেকে এসেছে? কেনই বা ওই মহিলার ফর হামলা করা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও যাত্রী সুরক্ষা নিয়ে রেলের ভূমিকায় প্রশ্ন উঠছে।