Date : 2024-04-25

ইউরো ডেকে এনেছে সংক্রমণ

গোটা বিশ্ব এখনও লড়ছে করোনার বিরুদ্ধে। এরই মধ্যে রাশিয়ায় একদল ফুটবল সমর্থক গিয়েছিলেন ইউরো কাপের খেলা দেখতে। ফিনল্যান্ড থেকে ওই ফুটবল প্রেমিরা যান বলে সূত্র মারফত জানা গিয়েছে। এরপরেই ফিনল্যান্ডের করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে. বিশেষজ্ঞদের মতে ইউরো কাপে উন্মাদনা বিভিন্ন দেশে বাড়িয়েছে করোনা সংক্রমণ। গত কয়েক মাসের তুলনায় সংক্রমণ বে়ড়েছে ডেনমার্ক-সহ বেশকিছু দেশে। সূত্রের খবর, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ফিনল্যান্ড দুটি ম্যাচে মুখোমুখি হয়, রাশিয়া ও বেলজিয়ামের বিরুদ্ধে।

এরপরেই দৈনিক করোনা আক্রান্তের গ্রাফ প্রায় দ্বিগুণ হয়েছে ফিনল্যান্ডে৤ পাশাপাশি রাশিয়ার সীমান্তবর্তী এলাকাতেও ছড়িয়েছে সংক্রমণ। তবে সংক্রমণ ছড়ানোর অন্যতম কারণ তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। করোনাকালে এক দেশ থেকে অপর দেশে যেতে হলে বাধ্যতামূলক করোনা পরীক্ষা। নেগেটিভ রিপোর্টের শংসাপত্র ছাড়া অনেক দেশই ভিন্ন দেশের নাগরিকদের আসায় নিষেধাজ্ঞা জারি করেছে। গোলমালের সূত্রপাত এখানেই৤ ফিনল্যান্ড থেকে রাশিয়াগামী যে কটি যানবাহন গিয়েছিল তাতে কারও করোনা পরীক্ষা হয়নি বলে জানা গিয়েছে। এছাড়াও ডেল্টা প্রজাতির করোনাতেও অনেকের সংক্রমিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।