Date : 2024-04-26

মেধা দিয়েই নিজের স্বপ্নপূরণ, অক্সফোর্ডে ডাক অস্মিতার

মেধা দিয়েই নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে মালদার মেয়ে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তিনটি আসনের মধ্যে একটিতে মাস্টার্স বাই রিসার্চ-এর সুযোগ পেল অস্মিতা সরকার। হিস্ট্রি অফ সায়েন্স মেডিসিন বন্ড টেকনোলজিতে গবেষণা করতে সেপ্টেম্বর মাসেই পাড়ি দিচ্ছে সে। মেধা দিয়েই এখন মালদার গর্ব অস্মিতা সরকার।

মালদার ইংরেজবাজারের বুড়াবুড়িতলার বাসিন্দা অস্মিতা। বাবা অসীম কুমার সরকার গৌড় মহাবিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ। মা মিতালি মিশ্র সরকার ইতিহাসের শিক্ষিকা। ছোট থেকেই অস্মিতা মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত। হিস্ট্রি অফ সায়েন্স মেডিসিন বন্ড টেকনোলজিতে তাঁর গবেষণার শখ। সেই শখ পূরণ হবে তাঁর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনটি আসনের মধ্যে একটি দখল করে নিয়েছে সে। চলতি বছরের সেপ্টেমবর মাসেই মাস্টার্স বাই রিসার্চ-এর জন্য অক্সফোর্ডে যাচ্ছে অস্মিতা।

অসীম কুমার সরকার এবং মিতালি মিশ্র সরকারের একমাত্র মেয়ে অস্মিতা। মেয়ের এই সাফল্যে খুশি তাঁর পরিবার পরিজনেরাও।

অক্সফোর্ডে তিনটি আসনের মধ্যে একটিতে সুযোগ পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সে। তাঁর মেধা দিয়েই এই সাফল্য অর্জন করেছে অস্মিতা। এখন শুধু স্বপ্ন পূরণের অপেক্ষা।