Date : 2024-05-08

বৃষ্টিতে জমা জলের উপর ডিভিসির জল দুর্ভোগ দ্বিগুণ বাড়িয়েছে হাওড়াবাসীর

বৃষ্টিতে জমা জলের উপর ডিভিসির জল দুর্ভোগ দ্বিগুণ বাড়িয়েছে হাওড়াবাসীর। বাঁধ উপচে জল ঢুকতে শুরু করেছে কুড়চি মণ্ডলপাড়া ও ব্রাহ্মনপাড়ায়। বালির বস্তা দিয়ে জল আটকাচ্ছেন বাসিন্দারা। অন্যদিকে একমাত্র বাঁশের সাঁকো ভেঙে পড়েছে ভাঁটোরায়। এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকো।

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, তার উপর ডিভিসির জল ছাড়া. এই দুইয়ের প্রভাবে বন্যা পরিস্থিতি হাওড়া জেলার একাধিক জায়গায়। দামোদরের জলস্তর বৃদ্ধির জেরে, রবিবার সকাল থেকেই বাঁধ উপচে জল ঢুকতে শুরু করে কুড়চি মণ্ডলপাড়া ও ব্রাহ্মনপাড়ায়। জল ঢুকতে শুরু করলে 30টি গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা বাসিন্দাদের। নিরূপায় হয়ে বালির বস্তা দিয়ে জল আটকানোর প্রাণপন চেষ্টা করেন এলাকাবাসীরা।

অন্যদিকে একই পরিস্থিতি হাওড়ার দ্বীপ এলাকা ভাঁটোরায়। প্রবল বর্ষণে মুন্ডেশ্বরী নদীর জলস্তর বেড়েছে। জলের তোড়ে বাগনানের সঙ্গে সংযোগরক্ষাকারী একমাত্র বাঁশের সাঁকোটিও ভেঙে যায়। প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন ওই সেতু দিয়ে। বর্তমানে সম্বল নৌকো। তাও ব্যয় ও সময়সাপেক্ষ।

সবমিলিয়ে দুর্ভোগ কাটিয়ে সুদিন ফেরার আশায় দিন গুনছেন এলাকাবাসীরা।