Date : 2024-05-08

SAARC Meeting : বাতিল সার্ক গোষ্ঠীর বৈঠক

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : সার্কের বৈঠকে প্রতিনিধিত্ব করুক তালিবান। এই দাবি জানিয়েছিল পাকিস্তান। স্বাভাবিকভাবেই সেই দাবি মানতে চায়নি কোনো দেশ। আর তার ফলে বাতিল হয়ে গেল এই বৈঠক।আগামী শনিবার থেকে নিউইয়র্কে এই বৈঠক হওয়ার কথা ছিল।সার্ক-এ অন্তর্ভুক্ত দেশ গুলি হল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মলদ্বীপ ও আফগানিস্তান। চলতি বছর নেপাল ছিল বৈঠকের আয়োজক দেশ।বেশীরভাগ দেশ চেয়েছিল আফগানিস্তানের আসনটি খালি থাকুক।

কিন্তু আচমকা পাকিস্তান তাতে রাজি হয়নি। তাদের তরফে বলা হয় সেই গোষ্ঠীর বৈঠক প্রতিনিধিত্ব করুক তালিবান। কিন্তু তালিবান সরকার গড়লেও তাকে স্বীকৃতি দেয়নি ভারত। ভারতের তরফে জানানো হয়েছিল তালিবান সরকার জনতার দ্বারা নির্বাচিত হয়নি। নিজেদের ইচ্ছা অনুযায়ী তারা প্রতিনিধি দিয়েছে। তারওপর তাদের সরকারে কোনো মহিলা প্রতিনিধি নেই। সরকারটির বেশ কয়েকজন মন্ত্রীর রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদী তালিকায় নাম রয়েছে। এই সময়ে সার্ক গোষ্ঠীতে ইসলামাবাদ ছাড়া তাদের উপস্থিতি চাইছে না কোনও সদস্য দেশ। আর তা নিয়েই এবারের সার্ক বৈঠক বাতিল হয়ে গেল।