Date : 2024-04-28

কোয়াড বৈঠকে যোগ সরাসরি যোগ মোদীর

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : এই প্রথমবার সশরীরে কোয়াড বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। আগামী ২৪ শে সেপ্টেম্বর ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপানের রাষ্ট্রপ্রধানরাও বৈঠকে বসতে চলেছেন। এই বৈঠকের আয়োজক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাও এই বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন। আগামী ২৪ শে সেপ্টেম্বর হোয়াইট হাউসে কোয়াড রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে এই বৈঠক হবে। এই বৈঠকের কথা জানিয়েছে বিদেশমন্ত্রক।

প্রধানমন্ত্রীর হাজির থাকার কথাও জানিয়েছে আমেরিকা।মোদীর আমেরিকা যাত্রায় যাতে অসুবিধা না হয় তার জন্য কোভ্যাক্সিন টিকাকে ছাড়পত্র দেওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন পাঠিয়েছে কেন্দ্র। বিদেশমন্ত্রকের তরফে সরকারিভাবে জানানো হয়েছে, কোয়াড নেতারা করোনার বিরুদ্ধে লড়াই, পরিবেশ রক্ষা, ভবিষ্যতের স্বার্থে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত রাখার কৌশল নির্ণয়ের মতো বিষয় নিয়ে আলোচনা করবেন। তবে এবারের নতুন সংকট তালিবান।মনে করা হচ্ছে ২৪ সেপ্টেম্বর কোয়াড বৈঠকের মূল এজেন্ডাই হতে চলেছে আফগানিস্তান।এখনও কোয়াড গোষ্ঠীর কোনও দেশই তালিবানকে স্বীকৃতি দেয়নি।সেই প্রেক্ষিতেই এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।